৩ ঘণ্টা আগের আপডেট রাত ১১:৩৯ ; বৃহস্পতিবার ; জুন ৮, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

ভাত চুরির অভিযোগে যুবককে মারধর: ভিডিও ভাইরাল

বরিশালটাইমস, ডেস্ক
১২:১২ অপরাহ্ণ, মে ২৪, ২০২৩

ভাত চুরির অভিযোগে যুবককে মারধর: ভিডিও ভাইরাল

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: বগুড়া সদর উপজেলায় রান্না ঘরের জানালা দিয়ে ভাত চুরি করার অপরাধে সাব্বির হোসেন নামে মানসিক ভারসাম্যহীন এক যুবককে হাত-পা বেঁধে মারধর করেছে স্থানীয়রা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে তা ভাইরাল হয়।

মঙ্গলবার (২৩ মে) জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। এর আগে সোমবার (২২ মে) রাত ১১টার দিকে উপজেলার নিশিন্দারা ইউনিয়নের লাইলীপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

মারধরের শিকার সাব্বির হোসেন বগুড়া সদর উপজেলার বারোপুর লাইলীপাড়া এলাকার বাসিন্দা। তিনি মানসিক ভারসাম্যহীন ও নেশাগ্রস্ত হওয়ায় পরিবার থেকে বিচ্ছিন্ন। সাব্বিরকে মারধরের ভিডিওতে দেখা যায়, মানসিক ভারসাম্যহীন এক যুবককে প্রথমে টেনে হিঁচড়ে মাটিতে ফেলে দেওয়া হয়। তারপর লাঠি ও কাঠের বাটাম দিয়ে শুরু করে বেদম মারধর। কেউ একজন সাব্বিরের হাত ধরে আছেন এবং আরেকজন তাকে পেটাচ্ছেন।

মানুষের জটলার ভেতর থেকে একেকবার একেকজন এসে মারধর করছেন তাকে। কেউ পেটাচ্ছেন লাঠি দিয়ে, কেউ আবার কিল-চড়-লাথি। তিন মিনিটের ভাইরাল হওয়া এই ভিডিওতে দেখা গেছে, লাঠি ও কাঠের বাটাম দিয়ে বেদম মারধর করছে বারপুর লাইলীপাড়া গ্রামের কিছু ব্যক্তি।

মারধরের একপর্যায়ে আহত যুবকের হাত দড়ি দিয়ে পিছমোড়া করে বাধা হয়, আর পা দুটি বেঁধে রাখা হয় পাশের গাছের সঙ্গে। মানসিক ভারসাম্যহীন যুবকটি বারবার তাদের কাছে হাতজোড় করে মাফ চাইলেও থামে না মারধর।

যুবকটি একসময় পানি পান করতে চাইলে তাকে পানি না দিয়ে অকথ্য ভাষায় গালিগালাজ করা হয়। এ সময় ওই যুবক তাদের পা ধরে মাফ চাওয়ার চেষ্টা করলে পুনরায় বেধড়ক মারধর শুরু করে। একপর্যায়ে পাগলপ্রায় যুবকটি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়ে।

কিন্তু তাকে রক্ষা করতে কাউকে এগিয়ে আসতে দেখা যায়নি। তখনো উপস্থিত অনেকের কণ্ঠে অশ্লীল ভাষায় যুবককে গালিগালাজ করতে শোনা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাতে একটি বাড়ির দোতলার রান্না ঘরের জানালা দিয়ে ভাত চুরির চেষ্টা করছিলেন সাব্বির।

এ সময় বাড়ির লোকজন দেখতে পেয়ে চিৎকার করলে তিনি পালানোর চেষ্টা করেন। কিছুক্ষণের মধ্যেই স্থানীয় লোকেরা তাড়া করে ধরে ফেলেন তাকে। পরে হাত-পা বেঁধে প্রায় ঘণ্টাখানেক নির্যাতনের পর তাকে ছেড়ে দেওয়া হয়।

ওই বাড়ির গৃহকর্ত্রী নাজনীন আকতার বলেন, এর আগেও আমার রান্নাঘর থেকে ভাত ও তরকারি চুরি হয়েছে। কিন্তু কে চুরি করছে তা জানতে পারিনি। সোমবার রাতে চুরির সময় দেখে ফেলায় চিৎকার করি। এসময় স্থানীয়রা তাকে ধরে ফেলেন। পরে কয়েকজন যুবক তাকে মারধর করেছে বলে জেনেছি।

মারধরের শিকার সাব্বির বলেন, অন্য কিছু চুরি নয় ক্ষুধার জ্বালায় ভাত চুরি করতে গিয়েছিলাম। আমার বাসায় আমাকে কেউ খাবার দেয় না। আমি কোনো বিচার চাই না। যেহেতু দোষ করছি তাই বিচার চেয়ে কি করবো। ওরা যা বিচার করার করেছে।

সাব্বিরের নানি বলেন, সাব্বির মানসিক ভারসাম্যহীন। নেশাও করে। মাঝে মাঝে ভাত খেতে বাড়িতে আসে। যদি থাকে তাহলে দেই। কিন্তু সামান্য ভাত চুরি করার জন্য যদি তাকে মারধর করে তাহলে তার বিচার চাই। জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার শরাফত ইসলাম জানান, ঘটনা যা-ই ঘটে থাকুক এভাবে একজনকে মারধরের অধিকার কারো নেই। এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

দেশের খবর

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  কবি মঞ্জুর মহসিন গণগ্রন্থাগারের উদ্যোগে ৩০ জন দরিদ্র রোগীর ছানি অপারেশন  বরিশাল সিটি নির্বাচনে নৌকার সমর্থেন বানারীপাড়া আওয়ামী লীগ নেতৃবৃন্দের গণসংযোগ  কুয়াকাটায় পালিত হয়েছে বিশ্ব সমুদ্র দিবস  জাতীয় প্রাথমিক শিক্ষা পদক কুইজ প্রতিযোগিতায় সেরা হিজলার নাফিজ  আগৈলঝাড়ায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামী গ্রেপ্তার  বাউফলে প্রতিপক্ষের গাছ কেটে জমি দখলের চেষ্টা  বেতাগীতে ১২ ঘণ্টা লোডশেডিংয়ে, তীব্র তাপদাহে অবর্ননীয় দুর্ভোগ  ঝালকাঠিতে পুলিশি বাধা উপক্ষে করে বিদ্যুৎ অফিসের সামনে বিএনপি  রাজাবাবু বিক্রি হলেই গরুর খামার করবেন ইতি  চাঁদা না দেওয়ায় সন্ত্রাসীদের আগুনে দগ্ধ হোটেল ম্যানেজারের মৃত্যু