৮ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

ভান্ডরিয়ায় শিক্ষকের লালসার শিকার স্কুলছাত্রী, শিক্ষা জীবন অনিশ্চিত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:১৮ অপরাহ্ণ, ০১ মার্চ ২০১৭

পিরোজপুরের ভান্ডারিয়ায় এক ১০ম শ্রেণির ছাত্রী তার নিজ স্কুলের লম্পট শিক্ষকের যৌন লালশার শিকার হয়ে এ ঘটনার প্রতিকার চেয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানিয়েছে। উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নের উত্তর ভিটাবাড়িয়া এনএম মাধ্যমিক বিদ্যালয়ের ১০ শ্রেণির ছাত্রী ওই বিদ্যালয়ের কম্পিউটার বিষয়ের শিক্ষক ২ সন্তানের জনক মৃনাল কান্তি সিকদার মিন্টু (৫০) কাছে স্কুল রুমে বসে সকাল ৯টায় ইংরেজী বিষয়ে প্রাইভেট পড়ত।

হঠাৎ করে শিক্ষক ওই ছাত্রীটিকে মোবাইল ফোনের মাধ্যমে আগামী দিন সকাল ৮টায় পড়তে যেতে বললে পরের দিন বৃহস্পতিবার স্কুলে গেলে শিক্ষক  মৃনাল কান্তি সিকদার মিন্টু ছাত্রীকে স্কুলের দ্বিতীয় তলায় নিয়ে গিয়ে তাকে ঝাপটে ধরে জোরপূর্বক তার শরীরের বিভিন্নস্থানে স্পর্শ করে যৌন নির্যাতন করে এবং ধর্ষণের চেষ্টা চালায়।’’

এক পর্যায়ে কারো পায়ের শব্দ পেয়ে লম্পট শিক্ষক তাকে ছেড়ে দিলে ছাত্রীটি কান্না করতে করতে নিচে নামার সময় তার বান্ধবীর সাথে দেখা হলে বান্ধবীর পিড়াপিড়িতে তার কাছে সকল ঘটনা খুলে বলে, তখন বান্ধবী এ ঘটনার বিচার চেয়ে স্কুলের প্রধান শিক্ষককে লিখিতভাবে অবহিত করে। প্রধান শিক্ষক এ ঘটনার কোন প্রতিকার না করে উল্টো যৌন নির্যাতনের শিকার ছাত্রীটিকে ডেকে এ ঘটনা কাউকে না বলার জন্য শাষিয়ে দেয় এবং ওই শিক্ষকের কতিপয় ভাড়াটিয়া লোকজন মেয়ের পরিবারকে বিভিন্ন ধরনের হুমকি ধামকি দিয়ে আসছে। এ কারনে মেয়েটিসহ তার পরিবার এক অজানা আতঙ্কে ভুগছে।

শেষে কোন উপায় না পেয়ে ছাত্রীটি এ ঘটনার প্রতিকার চেয়ে যথাযথ কর্তৃপক্ষের কাছে লিখিত আবেদন জানিয়েছেন। এদিকে ঘটনা জানাজানি হলে এলাকাবাসির মুখ থেকে বেড়িয়ে আসছে ওই শিক্ষকের অনেক কুকীর্তির খবর। তার বিরুদ্ধে বিগত দিনে আরও অনেক ছাত্রীর সাথে জোরপূর্বক যৌন হয়রাণি ঘটনা আছে বলে এলাকাবাসি জানায়।’’

এ ব্যাপরে স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি মো. শাহ আলম বরিশালটাইমসকে বলেন- আমি ঘটনার ব্যাপারে মৌখিকভাকে শুনেছি। তবে লিখিত আবেদন পেলে তদন্ত সাাপেক্ষে যথাযথ ব্যবস্থা গ্রহন করব।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ রুহুল কুদ্দুস বরিশালটাইমসকে বলেন- আমি ঘটনাটি আপনার (সাংবাদিকের) মাধ্যমে শুনলাম। বিস্তারিত জানার চেষ্টা করছি।

অনুরুপ একই বিষয়ে ভান্ডারিয়া উপজেলা চেয়ারম্যান আতিকুল ইসলাম উজ্জল তালুকদার বরিশালটাইমসকে বলেন- এ ধরনের ঘটনা ঘটলে অবশ্যই তার বিচার হবে।’’

17 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন