১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ভান্ডারিয়ায় জমি নিয়ে বিরোধের জেরে যুবককে পিটিয়ে হত্যা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৩২ অপরাহ্ণ, ২৭ ডিসেম্বর ২০১৯

বার্তা প্রতিবেদক, ভান্ডারিয়া:: জমি নিয়ে বিরোধের জের ধরে পিরোজপুরের ভান্ডারিয়ায় আল আমীন খান (৩৫) নামে এক যুবককে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।

বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) রাতে খুলনায় চিকিৎসাধীন অবস্থায় আল আমীন মারা যান। আল আমীন উপজেলার ধাওয়া ইউনিয়নের পশ্চিম রাজপাশা গ্রামের মান্নান খানের ছেলে। তিনি ঢাকায় আইনজীবী সহকারী হিসেবে কাজ করতেন।

জানা যায়, আল আমীনের পরিবারের সঙ্গে ওই গ্রামের জসিম খানদের জমি নিয়ে বিরোধ চলছিল। এ নিয়ে আদালতে মামলা রয়েছে। কিন্তু প্রতিপক্ষ জসিম ওই জমিতে পাকা ভবনের কাজ শুরু করলে আল আমীনের বাবা ও মেঝো ভাই রিয়াজ খান ওই দিন থানায় অভিযোগ দেন। এ ঘটনার জের ধরে বৃহস্পতিবার (২৬ ডিসেম্বর) বিকেলে জসিম খান ও মনা খান আল-আমীনকে তাদের বাড়িতে ডেকে নিয়ে হুমকি দের। এর প্রতিবাদ করলে জসিম খান ও মনা খানের লোকজন আল-আমীনকে পিটিয়ে আহত করে। পরে তাকে খুলনা মেডিক্যাল কলেজ হাসপতালে চিকিৎসার জন্য নিলে সেখানে চিকিৎসাধীন অবস্থায় রাত আড়াইটার দিকে তিনি মারা যান।

পিররোজপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মাকসুদুর রহমান বরিশালটাইমসকে জানান, আল আমিনের মরদেহ এখানো ভান্ডারিয়ায় নিয়ে আসা হয়নি। এ ব্যাপারো এখানো কোনো অভিযোগ পাওয়া যায় নি।

17 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন