পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় দুর্বৃত্তদের দেয়া আগুনে ২ শতাধিক মুরগী পুড়ে মারা গেছে। মঙ্গলবার (১৯ ডিসেম্বর) গভীর রাতে উপজেলার ভিটাবাড়িয়া ইউনিয়নে সাইদুল কাজীর মুরগির খামারে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
ক্ষতিগ্রস্ত খামারের মালিক সাইদুল কাজী বরিশালটাইমসকেব বলেন, পূর্ব শত্রুতার জের ধরে এ ঘটনা ঘটেছে। সুমন সরদার নামে স্থানীয় এক যুবকের সহযোগীরা এ ঘটনা ঘটিয়েছে বলে তিনি দাবি করেন।
তিনি বলেন, গত ১০ নভেম্বর সুমন সরদার অস্ত্রের মুখে আমাকে মারধর করে এবং সাদা কাগজে সই নেয়। এ বিষয় থানায় মামলা করা হলে সুমন গ্রেফতার হয়ে বর্তমানে অস্ত্র মামলায় জেলহাজতে রয়েছে।
তার লোকজন আমাকে মামলা তুলে নেয়ার জন্য বার বার হুমকি দিয়ে যাচ্ছে। আমার ওপর ক্ষিপ্ত হয়ে সুমনের সহযোগীরা মুরগির খামারে আগুন দিয়েছে।
এ ব্যাপারে ভিটাবাড়িয়া ইউনিয়ন পরিষদের ৩ নম্বর ওয়ার্ড সদস্য নাজমুল আলম রাজু গাজী বরিশালটাইমসকে বলেন- সুমন সরদার তার দলবল নিয়ে এ রকম ঘটনা অনেকবার ঘটিয়েছে।
তবে সুমন এখন জেলহাজতে থাকায় তার সহযোগীরা সাইদুলের ওপর ক্ষিপ্ত হয়ে এ ঘটনা ঘটিয়েছে।’
শিরোনামপিরোজপুর