পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ইকড়ি বাসস্ট্যান্ড এলাকায় মোটর সাইকেলের ধাক্কা খেয়ে গতকাল মঙ্গলবার সকালে বন কর্মকর্তা কাওসারুল ইসলামের স্ত্রী বেবি বেগমের (৫২) মৃত্যু হয়। সোমবার বিকালে এ ঘটনা ঘটে।
নিহতের স্বজনা জানান, বেবি বেগম ইকড়ি বাজার থেকে আটো যোগে বাড়ি ফেরার উদ্দ্যেশে মোল্লাাবাড়ি নামক স্থানে নামলে পিছন দিক থেকে আসা একটি মোটর সাইকেল ধাক্কা দিলে গুরুতর আহত হন।
আহত বেবিকে স্থানীয়রা ভান্ডারিয়া হাসপাতালে নিয়ে আসলে তার অবস্থা গুরুতর হওয়ায় তাকে বরিশাল শেবাচিমে পাঠানো হয়। সেখানে তার অবস্থার আবনতি হলে ওই রাতেই তাকে ঢাকা নেওয়ার পথে মঙ্গলবার ভোর সারে ৫ টার দিকে মারা যান।
খবর বিজ্ঞপ্তি, পিরোজপুর