পিরোজপুরের ভান্ডারিয়ায় একটি স্কুলের পরিত্যক্ত ঘর থেকে ৭৭৫ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করেছে পুলিশ। শনিবার দুপুরে উপজেলার ইকড়ি ইউনিয়নের ইকড়ি মাধ্যমিক বিদ্যালয়ের একটি টিনের পরিত্যক্ত ঘর থেকে এ ইয়াবা উদ্ধার করা হয়।
ভান্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) খন্দকার মো. কামরুল ইসলাম ইয়াবা উদ্ধারের খবর নিশ্চিত করেন।
ভান্ডারিয়া থানা সূত্রে জানা গেছে- শনিবার বেলা দেড়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে এসআই খন্দকার মো. কামরুল ইসলামের নেতৃত্বে পুলিশের একটি বিশেষ দল উপজেলার ইকড়ি ইউনিয়নের ইকড়ি মাধ্যমিক বিদ্যালয়ের একটি টিনের পরিত্যক্ত ঘর থেকে এ ইয়াবা উদ্ধার করে।
তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান ভান্ডারিয়া থানার এসআই শাহ আলী।
পিরোজপুর