১২ ঘণ্টা আগের আপডেট সকাল ১০:৫৮ ; বৃহস্পতিবার ; নভেম্বর ৩০, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

ভান্ডারিয়া পুলিশের কারিশমায় জেল খাটছেন নিরাপরাধ চা বিক্রেতা!

বরিশালটাইমস রিপোর্ট
৯:১৩ পূর্বাহ্ণ, মার্চ ৩১, ২০১৭

আসামির নামের সাথে মিল থাকায় এবার কারাগারে যেতে হয়েছে চা বিক্রেতা কাওসার উকিল নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায়। গত ২৩ মার্চ ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন চক্রবর্তী চা বিক্রেতা কাওসারকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেন।

পরে আদালত তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেয়। বিনা অপরাধে আটদিন ধরেই জেলে আছেন কাওসার।

চা বিক্রেতা কাওসার উকিল উপজেলার ২নম্বর নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের হেতালিয়া গ্রামের আবুল হাসেম উকিলের ছেলে।

যে মামলায় কাওছারকে গ্রেপ্তার করা হয়েছে সে মামলাটির বাদী খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার নবীনগর গজালমারী গ্রামের বাসিন্দা আবুল কালামের মেয়ে শীমু আক্তার।

শীমু আক্তার ২০১৬ সালের ৫ জানুয়ারি খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে তার স্বামী মিঠু উকিল, শ্বশুর কাওছার উকিল, শাশুড়ি খুকী বেগম এবং ননদ রাজিয়া বেগমসহ ৪ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। যার নম্বর ৪৬৭/১৬।

আসামিদের স্থায়ী ঠিকানা (বাড়ি) ভান্ডারিয়া উপজেলার চরখালী গ্রামে।

খুলনা জজ কোর্টের আইনজীবী আব্দুল মজিদ বরিশালটাইমসকে বলেন- ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর পারিবারিকভাবে শীমু আক্তার ও মিঠু উকিলের বিয়ে হয়। স্বামী-স্ত্রীর মধ্যে দ্বিমত হলে এ মামলাটি করেন শীমু আক্তার।

আসামি আদালতে হাজির না হলে আদালত বাদীর শ্বশুর চরখালী গ্রামের বাসিন্দা কাওছার উকিলের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় গ্রেফতারি পরোয়ানা আসে। আর পুলিশ কোনো প্রকার যাচাই-বাছাই না করেই নামের মিল থাকায় হেতালিয়া গ্রামের কাওছার উকিলকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে দেয়।

আব্দুল মজিদ আরও বরিশালটাইমসকে বলেন- বিনা অপরাধে জেল হাজতে থাকা কাওছার উকিলের জামিনের জন্য ২৯ ও ৩০ মার্চ দুইদিন আদালতে আবেদন করেছিলাম। তবে আদালতের কার্যক্রম না চলায় কোনো সিদ্ধান্ত হয়নি। রোববার আবার জামিনের আবেদন করব।

পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) মো. ওয়ালিদ হোসেন বরিশালটাইমসকে বলেন- গ্রেপ্তারের সময় তার নাম ঠিকমত বলতে পারেনি। বিষয়টি আমরা যাচাই বাছাই করে ব্যবস্থা নিচ্ছি।’’

জানতে চাইলে ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন চক্রবর্তী বরিশালটাইমসকে বলেন- শুধুমাত্র নামের মিল থাকায় আরেক জনকে গ্রেপ্তার করে অন্যায় ভাবে জেল খাটানো আমার ভুল হয়েছে।”

পিরোজপুর

আপনার ত লিখুন :

 

ই বিের ও সা
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  নির্বাচন বর্জনের সিদ্ধান্ত নিয়েছেন এরশাদপত্নী রওশন  'স্বতন্ত্র-মতন্ত্র চিনি না, মাইরের ওপর কোনো ওষুধ নাই'  আবুল হাসানাত আব্দুল্লাহর মনোনয়ন জমা  বাকেরগঞ্জে উপজেলা পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্ব পেলেন মিজানুর রহমান  বরিশালে লাইসেন্স না থাকায় ৭ প্রতিষ্ঠানকে জরিমানা  জীবাশ্ম জ্বালানিতে বিনিয়োগ নিষিদ্ধের দাবিতে কলাপাড়ায় র‌্যালি  শান্তি-সমাবেশের ব্যানারে সাদিক আব্দুল্লাহ’র নির্বাচনী মহড়া (!)  বরিশালে অটোপাসের আশ্বাস দিয়ে শিক্ষার্থীদের নিয়ে মিছিলে গেলেন প্রধান শিক্ষক  হিজলায় নৌকা প্রতিকের মনোনয়ন পত্র দাখিল সম্পন্ন  বরিশালে মিছিল থেকে মহানগর বিএনপির আহ্বায়কসহ গ্রেপ্তার ৫