১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ভান্ডারিয়া পুলিশের কারিশমায় জেল খাটছেন নিরাপরাধ চা বিক্রেতা!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:১৩ পূর্বাহ্ণ, ৩১ মার্চ ২০১৭

আসামির নামের সাথে মিল থাকায় এবার কারাগারে যেতে হয়েছে চা বিক্রেতা কাওসার উকিল নামে এক ব্যক্তি। ঘটনাটি ঘটেছে পিরোজপুরের ভাণ্ডারিয়া উপজেলায়। গত ২৩ মার্চ ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন চক্রবর্তী চা বিক্রেতা কাওসারকে একটি মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে সোপর্দ করেন।

পরে আদালত তাকে কারাগারে পাঠানো নির্দেশ দেয়। বিনা অপরাধে আটদিন ধরেই জেলে আছেন কাওসার।

চা বিক্রেতা কাওসার উকিল উপজেলার ২নম্বর নদমূলা শিয়ালকাঠী ইউনিয়নের হেতালিয়া গ্রামের আবুল হাসেম উকিলের ছেলে।

যে মামলায় কাওছারকে গ্রেপ্তার করা হয়েছে সে মামলাটির বাদী খুলনা জেলার বটিয়াঘাটা উপজেলার নবীনগর গজালমারী গ্রামের বাসিন্দা আবুল কালামের মেয়ে শীমু আক্তার।

শীমু আক্তার ২০১৬ সালের ৫ জানুয়ারি খুলনার নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে তার স্বামী মিঠু উকিল, শ্বশুর কাওছার উকিল, শাশুড়ি খুকী বেগম এবং ননদ রাজিয়া বেগমসহ ৪ জনের বিরুদ্ধে একটি মামলা করেন। যার নম্বর ৪৬৭/১৬।

আসামিদের স্থায়ী ঠিকানা (বাড়ি) ভান্ডারিয়া উপজেলার চরখালী গ্রামে।

খুলনা জজ কোর্টের আইনজীবী আব্দুল মজিদ বরিশালটাইমসকে বলেন- ২০১৫ সালের ১১ সেপ্টেম্বর পারিবারিকভাবে শীমু আক্তার ও মিঠু উকিলের বিয়ে হয়। স্বামী-স্ত্রীর মধ্যে দ্বিমত হলে এ মামলাটি করেন শীমু আক্তার।

আসামি আদালতে হাজির না হলে আদালত বাদীর শ্বশুর চরখালী গ্রামের বাসিন্দা কাওছার উকিলের বিরুদ্ধে ভান্ডারিয়া থানায় গ্রেফতারি পরোয়ানা আসে। আর পুলিশ কোনো প্রকার যাচাই-বাছাই না করেই নামের মিল থাকায় হেতালিয়া গ্রামের কাওছার উকিলকে গ্রেপ্তার করে আদালতে পাঠিয়ে দেয়।

আব্দুল মজিদ আরও বরিশালটাইমসকে বলেন- বিনা অপরাধে জেল হাজতে থাকা কাওছার উকিলের জামিনের জন্য ২৯ ও ৩০ মার্চ দুইদিন আদালতে আবেদন করেছিলাম। তবে আদালতের কার্যক্রম না চলায় কোনো সিদ্ধান্ত হয়নি। রোববার আবার জামিনের আবেদন করব।

পিরোজপুরের পুলিশ সুপার (এসপি) মো. ওয়ালিদ হোসেন বরিশালটাইমসকে বলেন- গ্রেপ্তারের সময় তার নাম ঠিকমত বলতে পারেনি। বিষয়টি আমরা যাচাই বাছাই করে ব্যবস্থা নিচ্ছি।’’

জানতে চাইলে ভাণ্ডারিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সুজন চক্রবর্তী বরিশালটাইমসকে বলেন- শুধুমাত্র নামের মিল থাকায় আরেক জনকে গ্রেপ্তার করে অন্যায় ভাবে জেল খাটানো আমার ভুল হয়েছে।”

21 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন