৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম

ভারতের উত্তর প্রদেশে ধূলি ও বজ্রঝড়ে নিহত ১৩

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৮ অপরাহ্ণ, ১৫ জুন ২০১৮

ভারতের উত্তর প্রদেশে শক্তিশালী ধূলিঝড় ও বজ্রঝড়ের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১৩ জন মারা গেছে এবং আরও ২৮ জন আহত হয়েছে। বুধবারের প্রাকৃতিক এই তাণ্ডবের ঘটনা ঘটে।

ব্যাপক ঝড়ে রাজ্যটির সিতাপুর, গোন্ডা, শ্রাবস্তি, ফৈজাবাদ ও বাস্তি জেলা ও আশপাশের এলাকাগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে।

নিহতদের মধ্যে ছয়জন সিতাপুরে, তিন জন গোন্ডায়, দুই জন কৌশাম্বিতে ও এক জন করে ফৈজাবাদে এবং হার্দোয়িতে মারা গেছে।

দুই ঘন্টারও বেশি সময় ধরে চলা ঝড়ে বাতাসের সর্বোচ্চ গতিবেগ ছিল ঘন্টায় ৭৫ কিলোমিটার।

ঝড়ের পূর্বাভাসের পাশাপাশি এলাহাবাদ, মির্জাপুর, সান্ত রবিদাস নগর জেলা ও সংলগ্ন এলাকাগুলোতে ভারি বৃষ্টিপাতের হতে পারে বলেও সতর্ক করেছিল আবহাওয়া বিভাগ।

28 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন