ভারতের হরিয়ানা রাজ্যের স্বাস্থ্যমন্ত্রী অনিল ভিজবার গরুকে সে দেশের জাতীয় পশু হিসেবে ঘোষণা দেওয়ার দাবি জানিয়েছেন। সোমবার হরিয়ানার আম্বালার এক গো-শালায় অংশ নিয়ে তিনি বলেন, গরুর সুরক্ষা নিশ্চিত করতেই এ ধরনের পদক্ষেপ নেওয়া জরুরি।
তিনি আরো বলেন, জাতীয় পশু হিসেবে বাঘের নাম ঘোষণা করা হয়েছিল। সেই সম্মান এবার গরুর পাওয়া উচিত। সে রকম করা হলে গরু স্বাভাবিকভাবেই সুরক্ষিত থাকবে। ফলে গরু পাচারও কমবে বলে মন্তব্য করেন তিনি।
আরো পড়ুন : চিঠি দিয়ে এসে বাঁশ কেটে মই বানিয়ে বাড়িতে ঢুকে ডাকাতি!
বর্তমানে হরিয়ানায় অনেক গোশালা তৈরি হচ্ছে। গোশালা তৈরির জন্য তিনি ১০ লাখ টাকার অনুদান দিয়েছেন বলে জানা গেছে।
এর আগে জামিয়াত উলেমা-ই-হিন্দ প্রধান মাওলানা আরশাদ মাদানি গরুকে জাতীয় পশু ঘোষণার দাবি জানান। তিনি বলেন, ‘কেন্দ্রকে অনুরোধ করব গরুকে জাতীয় পশু ঘোষণা করা হোক। তাহলে গরু ও মানুষ-উভয়ের জীবনই বাঁচবে।’
বিশেষ খবর