২রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

ভারতে পাচার হওয়া ভোলার তরুণীকে হস্তান্তর

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:২৯ অপরাহ্ণ, ২৪ জুন ২০১৬

ভারতে পাচার হওয়া ভোলার তরুণীকে বেনাপোল চেকপোস্ট দিয়ে স্বদেশে প্রবেশ করেছেন। সেই সাথে মানিকগঞ্জের এক তরুণীও ফিরে এসেছে।

শুক্রবার (২৪ জুন) বিকেল ৫টার দিকে পেট্রাপোল ইমিগ্রেশনের পুলিশ বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে হস্তান্তর করেন।

ফিরে আসা দুই তরুণী হলো- ভোলার দৌলতখাঁন উপজেলার সামলা খাতুন (২০) এবং মানিকগঞ্জের দৌলতপুর এলাকার বিউটি খাতুন (১৭)।

বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনের উপপরিদর্শক (এসআই) শাহাদৎ হোসেন জানান, ওই দুই তরুণীর স্বজনদের হাতে তুলে দেওয়ার জন্য বাংলাদেশ মহিলা আইনজীবী সমিতি দায়িত্ব নিয়েছে।

বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির যশোরের কর্মকর্তা এবিএম মুহিত হোসেন জানান, সালমা ও বিউটি ভালো কাজের আশায় দালালের খপ্পরে পড়ে পাচারের শিকার হন। পরবর্তীতে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের যোগাযোগের পরিপ্রেক্ষিতে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির প্রচেষ্টায় তাদের স্বদেশে ফিরিয়ে আনা হয়।

108 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন