২০শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ভারতে পালাতে গিয়ে এমপি নিজাম হাজারীসহ আটক ৩

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:১০ পূর্বাহ্ণ, ০৭ আগস্ট ২০২৪

নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: ভারতে পালিয়ে যাওয়ার সময় ফেনী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ফেনী-২ আসনের সাবেক এমপি নিজামউদ্দিন হাজারী, ফেনী পৌরসভার মেয়র নজরুল ইসলাম স্বপন মিয়াজী ও এমপির দেহরক্ষী পিএস মানিককে আটক করেছে সেনাবাহিনী ও বর্ডার গার্ড।

মঙ্গলবার বিকাল ৩টায় পরশুরামের আমজাদ হাট ইউনিয়নের খানা মিয়ার বাড়ি এলাকা দিয়ে আত্মগোপনে যাবার পথে তারা আটক হয়েছেন। জেলার একাধিক গোয়েন্দা সংস্থা তথ্যটি নিশ্চিত করেছেন।

শেখ হাসিনার পদত্যাগের খবরের ফেনী-২ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নিজাম উদ্দিন হাজারী ও তার পরিবারের সদস্যরা বাড়ি থেকে পালিয়ে যায়। এরইমধ্যে সোমবার বিকাল ৩টার দিকে শহরের মাস্টারপাড়া এলাকায় বাড়িতে উত্তেজিত জনতা ব্যাপক ভাঙচুর ও অগ্নিসংযোগ করে।’

317 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন