৬ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার

ভারতে ৭৫, বিশ্বে ১০০ কোটির ক্লাবে ‘বীর ডি ওয়েডিং’

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:৪১ অপরাহ্ণ, ১৪ জুন ২০১৮

শুরু থেকেই দারুণ করছে ওয়েডিং ড্রামা ‘বীর ডি ওয়েডিং’। সোনম কাপুর, কারিনা কাপুর খান, স্বরা ভাস্কর আর শিখা তালসানিয়া অভিনীত এই মজার ছবিটি ইতিমধ্যে বিশ্ববাজারে ১০০ কোটি রুপির ব্যবসা করেছে। আর ভারতের বাজরে এই ছবির ব্যবসা ইতিমধ্যে ৭৫ কোটি রুপির মাইলফলক স্পর্শ করেছে।

শশাঙ্ক ঘোষ পরিচালিত নারীকেন্দ্রিক এই ছবিটি গত ১৩ দিন ধরে বক্স অফিসে ফাটিয়ে ব্যবসা করে যাচ্ছে। যদিও সামনে ঈদ আর সে উপলক্ষে বাজারে আসছে সালমান খানের অ্যাকশন এন্টারটেইনার ‘রেস ৩’, তবোই ব্যবসা খুব একটা থামবে না বলরেই মনে করছেন চলচ্চিত্রসংশ্লিষ্টরা।

মেয়েদের বন্ধুতা নিয়ে নির্মিত ‘বীর ডি ওয়েডিং’ ছবিটি মুক্তির প্রথম সপ্তাহেই ৫৪.৪৬ কোটি রুপি ব্যবসা করে। ভারতখ্যাত ট্রেড অ্যানালিস্ট তরণ আদর্শ বিষয়টি তাঁর ট্যুইটার হ্যান্ডেলের মাধ্যমে নিশ্চিত করেন।

31 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন