২৭ িনিট আগের আপডেট রাত ৮:৩৭ ; বৃহস্পতিবার ; জুন ১, ২০২৩
EN Download App
Youtube google+ twitter facebook
×

ভারত আগামীতেও বাংলাদেশের পাশে থাকতে চায় : ভারতের বাণিজ্যমন্ত্রী

বরিশালটাইমস রিপোর্ট
৮:৪১ অপরাহ্ণ, সেপ্টেম্বর ২৫, ২০১৮

ভারত অতীতে যেভাবে বাংলাদেশের পাশে ছিল, তেমনি আগামীতেও থাকতে চায় বলে মন্তব্য করেছেন ভারতের কেন্দ্রীয় শিল্প, বাণিজ্য ও অসামরিক বিমানমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু। তিনি বলেন- ‘১৯৭১ সালে বাংলাদেশে যে ভয়াবহতা হয়েছিল, সে কথা এখনও আমাদের মনে আছে। আমরা সেদিন যেভাবে বাংলাদেশের পাশে ছিলাম, ভবিষ্যতেও সেভাবে পাশে থাকতে চাই।’

সুরেশ প্রভাকর প্রভু বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের আমন্ত্রণে মঙ্গলবার (২৫ সেপ্টেম্বর) ভোলা সফর করেন। সেখানে ভোলা জেলা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত বাংলাদেশ-ভারত ফ্রেন্ডশিপ অ্যান্ড ট্রেড ডায়লগ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডায়লগ অনুষ্ঠানটি বাংলাবাজার ফাতেমা খানম কলেজ অডিটরিয়ামে অনুষ্ঠিত হয়। এর আগে তিনি ভোলার বাংলাবাজারে তোফায়েল আহমেদ প্রতিষ্ঠিত স্বাধীনতা জাদুঘর পরিদর্শন করেন।

ভারতের বাণিজ্যমন্ত্রী সুরেশ প্রভাকর প্রভু বলেন- ‘আমাদের দুই দেশের মধ্যে সংস্কৃতিগত মিল আছে। দুই দেশ যেহেতু একই রকম, সেহেতু এখন আমাদের দুই দেশ মিলে সমন্বিতভাবে উন্নয়ন কর্মকাÐ করে যেতে হবে। আমরা শুধু বন্ধুপ্রতিম দেশই নই, আমরা একে অপরের ভাই। আমরা এখন সুসম্পর্কের মহাসড়কে আছি।’

অনুষ্ঠান বাংলাদেশের বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন- ‘ভারত সবসময় আমাদের পাশে ছিল, এখনও আছে। সব দুঃসময়ে ভারত আমাদের পাশে থেকে কাজ করছে। কয়দিন আগেও যে চালের সংকট হয়েছিল, তখন ভারত আমাদের চাল দিয়ে সহায়তা করেছে। আমাদের ঘাটতি পূরণেও আমরা সম্মিলিতভাবে কাজ করছি। তিনি ৭১ সালের কথা স্মরণ করে বলেন, তখন ভারত ১০ মিলিয়ন বাংলাদেশিকে আশ্রয় দিয়েছিল।’

বিশেষ অতিথি ঢাকায় নিযুক্ত ভারতের হাইকমিশনার হর্ষবর্ধন শ্রিংলা বলেন, ‘৭১ সালে ভারতের সেনা ও মুক্তিযোদ্ধারা বাংলাদেশের স্বাধীনতায় রক্ত দিয়েছে। ইন্দিরা-মুজিব বন্ধুত্বের শক্তিশালী বীজ বপন করেছেন তারা। হাসিনা-মোদির নেতৃত্বে সেই সম্পর্ক আরও সুদৃঢ় ও শক্তিশালী হয়েছে। সুসময়-দুঃসময় ভারত বাংলাদেশের পাশে থাকবে।’

ভোলা জেলা চেম্বার অব কমার্সের সভাপতি আবদুল মমিন টুলুর সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সুরেশ প্রভাকর প্রভুর স্ত্রী মিসেস উমা প্রভু, ক্যাপটেন (অবসরপ্রাপ্ত) তাজুল ইসলাম এমপি, বসুন্ধরা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সায়েম সোবহান আনভির, স্কয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক তপন চৌধুরী, ইসলাম গ্রুপের চেয়ারম্যান মঞ্জুরুল ইসলাম এবং বাংলাদেশ প্রতিদিন পত্রিকার সম্পাদক নঈম নিজাম।

এছাড়া অনুষ্ঠানে ভারতের বাণিজ্য মন্ত্রণালয় ও বাংলাদেশের বাণিজ্য মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তরাও উপস্থিত ছিলেন।’

ভোলা

আপনার ত লিখুন :

 
ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস মিডিয়া লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
ইসরাফিল ভিলা (তৃতীয় তলা), ফলপট্টি রোড, বরিশাল ৮২০০।
ফোন: +৮৮০২৪৭৮৮৩০৫৪৫, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: barishaltimes@gmail.com, bslhasib@gmail.com
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  কাউখালীতে সমুদ্রগামী জেলেদের মাঝে চাল বিতরণ  ১০ হাজার প্রাথমিক বিদ্যালয়ে হবে খেলার মাঠ  বয়স্ক ভাতা বাড়ল ১০০, বিধবায় ৫০  ১২ কেজি সিলিন্ডারের দাম ১৬১ টাকা কমেছে  সুগন্ধা নদী থেকে বালু উত্তোলনের দায়ে দুজনকে পাঁচ লাখ টাকা জরিমানা, তিনজনকে কারাদণ্ড  ভোলায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো শিশুর  বরিশাল সিটি নির্বাচন: সাধারণ-সংরক্ষিত আসনে লড়বেন স্বামী-স্ত্রী  যৌতুক না পেয়ে সন্তান রেখে স্ত্রীকে তাড়িয়ে দেওয়া স্বামী কারাগারে  তরুণ-তরুণীদের জন্য বরাদ্দ ১০০ কোটি টাকা  দাম বাড়বে সিগারেটের