১ ঘণ্টা আগের আপডেট রাত ৮:৪৩ ; শনিবার ; জুন ১৯, ২০২১
EN Download App
Youtube google+ twitter facebook
×

ভারত/ কুকুরে খাচ্ছে নদীতে ভেসে আসা লাশগুলো

বরিশাল টাইমস রিপোর্ট
১:৩৮ অপরাহ্ণ, মে ১১, ২০২১

ভারত/ কুকুরে খাচ্ছে নদীতে ভেসে আসা লাশগুলো

নিজস্ব প্রতিবেদক, বরিশাল >> ভারতের বিহারে বক্সার জেলার চৌসায় ভয়াবহ দৃশ্য চোখে পড়ছে মানুষের। সোমবার (১০ মে) সেখানে গঙ্গায় ভেসে আসে প্রচুর মৃতদেহ। একসঙ্গে এতগুলো দেহ গঙ্গার তীরে পড়ে থাকতে দেখে চাঞ্চল্য ছড়ায়। সেই মৃতদেহগুলোকে কুকুর ছিঁড়ে খাচ্ছিল। সূত্র: ডয়চে ভেলে।

প্রশাসনের আশঙ্কা, এগুলো করোনায় মৃতদের দেহ। কয়েকটি দেহ কিছুটা পোড়া। ফুলে গেছে। কয়েকদিন ধরে জলে ভেসেছিল। সরকারি কর্মকর্তাদের অনুমান, দেহগুলো এসেছে উত্তর প্রদেশ থেকে। গরিব মানুষরা সম্ভবত দাহ করার খরচ পর্যন্ত জোগাড় করতে পারেননি। সেই সঙ্গে করোনার ভয়ও আছে।

বক্সারের সাব ডিভিশনাল অফিসার কেকে উপাধ্যায় সংবাদসংস্থা এএনআই-কে বলেছেন, দূর থেকে ১০-১২টি মৃতদেহ ভেসে এসেছিল। প্রাথমিকভাবে মনে হচ্ছে, বিগত ৫-৭ দিন ধরে সেগুলো জলে ভাসছিল। জলে দেহ ভাসানোর প্রথা আমাদের এখানে নেই। দেহগুলির সৎকারের ব্যবস্থা করছি আমরা।

সংবাদসংস্থা ডিপিএ-কে স্থানীয় সরকারি কর্মকর্তা নওল কান্ত জানিয়েছেন, ৩৫-৪০টি দেহ ভেসে আসে। সেগুলো করোনায় মারা যাওয়া রোগীর মৃতদেহ বলে সন্দেহ করা হচ্ছে। সাধারণ সময়ে এক-দুটি দেহ গঙ্গায় ভেসে আসে। কিন্তু এত দেহ কখনো আসে না। করোনার জন্যই এটা হয়েছে বলে মনে করা হচ্ছে।

স্থানীয় মানুষরা সংবাদসংস্থা এএফপি-কে বলেছেন, তাদের মনে হচ্ছে, দেহগুলো শ্মশানে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু উত্তর প্রদেশ, বিহারের গরিব মানুষদের এখন দাহ করার খরচ জোগাড় করা মুশকিল হয়ে পড়েছে। তারা সেখানেই দেহ ফেলে রেখে চলে গিয়েছিল বলে তাদের অনুমান। টাইমস অফ ইন্ডিয়া জানিয়েছে, দেহগুলোর ময়নাতদন্ত হবে।

ভারতে এখন করোনা পরিস্থিতি রীতিমতো খারাপ। সাড়ে তিন লাখের বেশি মানুষ রোজ আক্রান্ত হচ্ছেন। মারা যাচ্ছেন সাড়ে তিন থেকে চার হাজার মানুষ। উত্তর প্রদেশে করোনা লাফিয়ে বাড়ছে। বিহারের অবস্থাও ভালো নয়। পশ্চিমবঙ্গে ভোটের পরই করোনার বাড়বাড়ন্ত দেখা যাচ্ছে। দিল্লির অবস্থা আগের তুলনায় কিছুটা ভালো হয়েছে। গতকাল সোমবার দিল্লিতে আক্রান্ত হয়েছিলেন বারো হাজারের বেশি মানুষ।

 

আন্তর্জাতিক খবর

আপনার মতামত লিখুন :

 

ভারপ্রাপ্ত-সম্পাদকঃ শাকিব বিপ্লব
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮ | বরিশালটাইমস.কম
বরিশালটাইমস লিমিটেডের একটি প্রতিষ্ঠান।
শাহ মার্কেট (তৃতীয় তলা),
৩৫ হেমায়েত উদ্দিন (গির্জা মহল্লা) সড়ক, বরিশাল ৮২০০।
ফোন: ০৪৩১-৬৪৮০৭, মোবাইল: ০১৮৭৬৮৩৪৭৫৪
ই-মেইল: [email protected], [email protected]
© কপিরাইট বরিশালটাইমস ২০১২-২০১৮
টপ
  সরকারি গম চুরি অভিযোগে চার কর্মকর্তা বরখাস্ত  বরিশাল নগরীতে ৭ দফা দাবিতে শিক্ষকদের সমাবেশ  লিওনেল মেসি যে রেকর্ড গড়লেন কোপায়  কলাপাড়ায় নেশাগ্রস্ত ছেলের হাত-পা বেঁধে শাস্তি  বরিশাল/ আওয়ামী লীগের ১০ বিদ্রোহী প্রার্থীসহ ১৯ জন বহিষ্কার  জাগুয়ার ৩ নম্বর ওয়ার্ডে সুষ্ঠু ভোট নিয়ে শঙ্কা প্রকাশ  নৌকার বিরুদ্ধে কেন্দ্রীয় ছাত্রলীগ সভাপতির পরিবার!  Coronavirus: ২৪ ঘণ্টায় করোনা আক্রান্তে আরও ৬৭ জনের মৃত্যু  বাজেটে টেকসই উন্নয়নকে গুরুত্ব দেয়া হয়েছে: এমপি শাওন  ইব্রাহিম রায়েসি ইরানের প্রেসিডেন্ট নির্বাচিত