ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে ভারতের জলসীমায় ভেসে যাওয়া পটুয়াখালীর কলাপাড়া উপজেলার মৎস্য বন্দর আলীপুরের মাছ ধরা ট্রলার এফবি তামান্নার ১৮ জেলেকে বাংলাদেশের কোস্টগার্ডের কাছে হস্তান্তর করা হয়েছে। মঙ্গলবার সকালে ভারতীয় কোস্টগার্ড ওইসব জেলেদের হস্তান্তর করে।
এছাড়া নামবিহীন শঙ্কর বাবুর একটি ট্রলারের ১১ জেলেও সোমবার বিকালে ভারতীয় সীমানা থেকে ফিরে এসেছে। এদের সকলের বাড়ি লালুয়ার বিভিন্ন গ্রামে।
কোস্ট গার্ড জানিয়েছে, এফবি তামান্না নামের ওই ট্রলারটিসহ ১৮ জেলেকে সোমবার দুপুরে মংলা কোস্ট গার্ডের কাছে হস্তান্তর করেছে ভারতের কোস্ট গার্ড। ট্রলারটি ইতোমধ্যে আলীপুরের উদ্দেশে ছেড়ে এসেছে বলে জানা গেছে।
অপরদিকে মৌডুবির কাজিকান্দা গ্রামের ৯ জেলের এখন পর্যন্ত কোন খোঁজ মেলেনি। এরা ৩ নভেম্বর সাগরে মাছ শিকারে যায়। এফবি মায়ের দোয়া ট্রলারসহ এ ৯ জেলের ভাগ্যে কী ঘটেছে তা এখন পর্যন্ত কেউ নিশ্চিত হতে পারেনি।
নিখোঁজ জেলেরা হলেন, মনির মাঝি (৩২), জেলে আব্দুল হাই (৪২) মেহেদী হাসান (১৭), এরশাদ (১৮), আনোয়ার (২৫) সোহেল (২০), শাকিল (১৭), শামীম (২২) ও অন্তর দাস (৩০)। এর মধ্যে মেহেদী হাসান এসএসসি পরীক্ষার্থী। নিখোঁজদের স্বজন মনির ফরাজী জানান, নিখোঁজ থাকার পরে দেশ-বিদেশ খোঁজাখুঁজি করছি। কিন্তু কোন খোঁজ মেলেনি।