বার্তা প্রতিবেদক, পটুয়াখালী:: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি নুরুল হক নুরের ওপর হামলায় ঘটনার প্রতিবাদে আবার তার এলাকায় বিক্ষোভ মিছিল ও সমাবেশ হয়েছে।
বুধবার রাতে পটুয়াখালীর গলাচিপা উপজেলা উপজেলার চরবিশ্বাসে বুধবাড়িয়ে বাজারে এ কর্মসূচি পালন করেন এলাকাবাসী।
এসময় বিক্ষোভকারীরা নুর ও তার অনুসারীদের ওপর হামলাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এসময় বিক্ষোভকারীরা পুলিশের বাধার মুখে পড়ে। পরে স্থানীয় বুধবাড়িয়া বাজারে সংক্ষিপ্ত সমাবেশ করেন তারা।
বিক্ষোভে অন্তত ৫ শতাধিক মানুষ অংশ নেয়। এছাড়া চরবিশ্বাসে অর্ধ সহস্রাধিক মানুষ বিক্ষাভ কর্মসূচিতে অংশ নেয়।
এর আগে গত রোববার রাতে প্রথমদফা বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করেন নুরের এলাকার সাধারণ মানুষ।
শিরোনামপটুয়াখালি