বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ১০:২২ অপরাহ্ণ, ০১ নভেম্বর ২০১৬
চরফ্যাশন টিবি মাধ্যমিক বিদ্যালয় জেএসসি পরীক্ষা কেন্দ্রের ৩ নং ভেন্যু চরফ্যাশন বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের ২৮নং কক্ষে মঙ্গলবার পরীক্ষা চলাকালে ভিমরুলের কামড়ে ছয় জেএসসি পরীক্ষার্থী অসুস্থ হয়েছে।
এদের মধ্যে রাছেল, মারুফ, মাহী ও অভিষেক সিংহকে চরফ্যাশন হাসপাতালে ভর্তি করা হয়েছে। একই বিদ্যালয়ের অপর পরীক্ষার্থী ফাহাদ এবং আছলামপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী রুমাকে প্রাথমিক চিকিত্সা দেয়া হয়েছে বলে হাসপাতাল সূত্রে জানা গেছে।
পরীক্ষা সংশ্লিষ্টরা জানায়, পরীক্ষা শেষ হওয়ার ১ ঘন্টা আগে বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের বাহিরে অপেক্ষাকৃত দূরে থাকা একটি ভিমরুলের বাসায় পাখি আক্রমণ করে। এতে উড়ন্ত ভিমরুল বাহির থেকে জানালা দিয়ে ঢুকে এ সকল পরিক্ষার্থীদের আক্রমণ করে।
এ সময় পরীক্ষার্থীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে প্রাথমিক চিকিত্সা দেয়া ২ পরীক্ষার্থীসহ ঐ কক্ষের অপর পরীক্ষাদের পাশ্ববর্তী একটি খালি কক্ষে পরীক্ষা নিলেও গুরুতর অসুস্থ চার শিক্ষার্থী আর পরীক্ষা দিতে পারেনি।