ভিয়েতনামে বারে আগুন লেগে ১২ মৃত্যু
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভিয়েতনামের রাজধানী হো চি মিন সিটির একটি কারাওকে বার কমপ্লেক্সে আগুন লেগে ১২ জন মারা গেছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
শহরের ঠিক উত্তরে বিন ডুং অঞ্চলে অবস্থিত ২৯ কক্ষের আন ফু কারাওকে বারে মঙ্গলবার রাতে ওপর তলায় আগুনের সূত্রপাত হয় এবং দ্রুত আগুন ছড়িয়ে যাওয়ায় সেখানে বেশ কয়েকজন ক্লায়েন্ট আটকা পড়েন।
আগুন থেকে বাঁচতে ৪ জন ভবনের দ্বিতীয় ও তৃতীয় তলা থেকে লাফ দিয়েছিলেন এবং তারা আহত হলেও প্রাণে বেচে যান।অগ্নি সতর্কতা অ্যালার্ম বাজার কিছুক্ষণের মধ্যেই ঘটনাস্থলে পৌছায় ফায়ার সার্ভিসের কর্মীরা। এক ঘণ্টার মধ্যেই তারা আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন। কিন্তু এর মধ্যেই প্রাণহানির ঘটনা ঘটে গেছে।
স্থানীয় কর্মকর্তারা জানিয়েছেন, আগুনের ব্যাপ্তি ছিল ভবনের এক তৃতীয়াংশ জুড়ে এবং সেখানে কাঠের তৈরি বিভিন্ন আসবাব ছিল, তাই আগুন দ্রুত ছড়িয়ে পড়ে। আগুন লাগার কারণ এখনও জানা যায়নি।
তদন্তকারীরা আগুন লাগার কারণ খুঁজে বের করার চেষ্টা চালাচ্ছেন।ভিয়েতনামের কারাওকে বারে আগুন লাগার ঘটনা এই প্রথম নয়। গত মাসে, দেশটির হ্যানয় শহরের আরেকটি বারে আগুন নেভাতে গিয়ে ৩ জন ফায়ার সার্ভিস কর্মী মারা গিয়েছিলেন।
আন্তর্জাতিক খবর