বরিশালটাইমস, ডেস্ক
প্রকাশিত: ০১:১৬ অপরাহ্ণ, ২৮ সেপ্টেম্বর ২০২৩
ভুয়া ডিবি পরিচয়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় গ্রেপ্তার ২
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: সাভারে ভুয়া ডিবি পরিচয়ে মাদ্রাসা শিক্ষককে তুলে নিয়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় সংঘবদ্ধ চক্রের মূলহোতাসহ ২ জনকে গ্রেপ্তার করেছে র্যাবপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব-৪)। গ্রেপ্তাররা হলেন- শফিকুল ইসলাম ওরফে রুবেল (৪৮) ও আফজাল হোসেন (৩৮)। বুধবার (২৭ সেপ্টেম্বর) রাতে রাজধানীর মিরপুর এলাকা থেকে তাদেরকে গ্রেপ্তার করা হয়।
র্যাব-৪ এর অধিনায়ক (সিও) লে. কর্নেল মোহাম্মদ আবদুর রহমান জানান, সম্প্রতি বেশ কিছুদিন ধরে আশুলিয়া, সাভার, ধামরাই, নরসিংদী এবং রাজবাড়ীসহ বিভিন্ন থানায় ভুয়া ডিবি পরিচয়ে ছিনতাইয়ের ঘটনায় একাধিক মামলার দায়ের করা হয়। গত ৪ সেপ্টেম্বর ঢাকার সাভারে ডিবি পুলিশ পরিচয়ে প্রকাশ্যে এক মাদ্রাসা শিক্ষককে প্রাইভেটকারে তুলে নিয়ে ৯ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটে।
এই ঘটনায় ছিনতাইকারীরা ভুক্তভোগীকে চোখ বেঁধে মারধর করে মহাসড়কের পাশে ফেলে রেখে যায়। এ ঘটনায় তদন্তের ধারাবাহিকতায় চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে সাভার-আশুলিয়া এলাকায় ছিনতাই করে আসছিলো। তাদের বিরুদ্ধে দস্যুতা, ছিনতাই, ডাকাতি ও অস্ত্র মামলাসহ একাধিক মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে বলেও জানান তিনি।