শিক্ষক, সাহিত্যিক মুহম্মদ জাফর ইকবালের উপর হামলার দায় স্বীকার করে নিয়েছে ফয়জুর রহমান। ‘ভূতের বাচ্চা সোলায়মান’ নামে মুহম্মদ জাফর ইকবালের লেখা একটি উপন্যাস ভালো লাগেনি বলেই তার ওপরে হামলা চালিয়েছে বলেও প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানিয়েছে সে।
রোববার সকালে এই স্বীকারোক্তির কথা সাংবাদিকদের জানান সিলেটে র্যাব-৯ এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল আলী হায়দার আজাদ।
তিনি বলেন, জিজ্ঞাসাবাদে ফয়জুর বলেছে মুহম্মদ জাফর ইকবালকে সে ইসলামের শত্রু মনে করে, আর সে কারণেই হামলা চালিয়েছে।
এসময় ফয়জুর মুহম্মদ জাফর ইকবালের ভূতের বাচ্চা সোলায়মান নামক একটি উপন্যাসের কথা উল্লেখ করে বলেছে, ‘এই উপন্যাসের মাধ্যমে জাফর ইকবাল নবীকে নিয়ে ব্যঙ্গ করেছেন। তাকে হত্যা করার জন্য হামলা করেছি। উনি নিজেও নাস্তিক এবং অন্য সবাইকেও নাস্তিক বানানোর জন্য প্রচার করে বেড়াচ্ছেন। তার লেখা পড়ে মানুষ বিভ্রান্তির মধ্যে পড়ছে।’
হামলাকারীকে সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালে ভর্তি করা হয়েছে। সে সুস্থ হলে আরো জিজ্ঞাসাবাদ করা হবে বলেই জানান র্যাব-৯ এর অধিনায়ক।