বিদ্যুতের অযৌক্তিক মূল্য বৃদ্ধি প্রত্যাহার ও চাল পেঁয়াজসহ নিত্যপ্রয়োজনীয় জিনিসের দাম কমিয়ে আনার দাবিতে বরিশালে বিক্ষোভ মিছিল করেছে সিপিবি, বাসদ ও গণতান্ত্রিক বামমোর্চা।
মিছিল শেষে বরিশাল জেলা প্রশাসক হাবিবুর রহমানের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপিও দেওয়া হয় সংগঠনগুলো পক্ষ থেকে।
মঙ্গলবার (১২ ডিসেম্বর) বেলা ১১টার দিকে নগরীর সদর রোড টাউন হলের সমনে থেকে তিন সংগঠনের যৌথ উদ্যোগে বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গিয়ে অবস্থান কর্মসূচি পালন করে।
বরিশাল জেলা কমিউনিস্ট পার্টির সভাপতি এ কে আজাদের সভাপতিত্বে বক্তব্য রাখেন- ইউনাইটেড কমিউনিস্ট পার্টির সদস্য সচিব নিপেন্দ্র নাথ বাড়ৈই এবং জেলা বাসদ’র সংগঠক ডা. মনিষা চক্রবর্তী প্রমুখ।
বক্তরা বলেন- ১৫৪ জন ভোটারবিহীন এমপি নিয়ে সরকার তার শাসনামলে ৮ বার জ্বালানি তেলের মূল্যে বৃদ্ধি করে সাধারণ মানুষকে অসহনীয় পরিবেশের দিকে ঠেলে দিয়েছে।
সরকার উন্নয়নের নামে দেশের সম্পদ লুটপাটের রাজত্ব কায়েম করেছে। অবিলম্বে তেলসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্যের দাম স্বাভাবিক না হলে সাধারণ জনগণ কঠোর আন্দোলনে যেতে বাধ্য হবে।’’
বরিশালের খবর