৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

শিরোনাম

ভোলায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো শিশুর

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০৫:৩১ অপরাহ্ণ, ০১ জুন ২০২৩

ভোলায় পুকুরের পানিতে ডুবে প্রাণ গেলো শিশুর

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলায় পুকুরের পানিতে ডুবে সাব্বির হোসেন (৩) নামের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১ জুন) সকালে লালমোহন উপজেলার রমাগঞ্জ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের রমাগঞ্জ গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় ও নিহতের পরিবারের সদস্যরা জানান, সকালের দিকে শিশু সাব্বিরের মা রুমা বেগম রান্নার কাজে ব্যস্ত ছিলেন। এসময় শিশুটি ঘরে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে বাড়ির বাইরে এসে পুকুরে পড়ে যায়।

দীর্ঘসময় তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন খুঁজতে থাকেন। একপর্যায়ে সাব্বিরের মরদেহ পুকুরে ভাসতে দেখা যায়। লালমোহন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

31 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন