১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ভোলায় বিএনপির মানববন্ধনে পুলিশের বাঁধা

বরিশালটাইমস, ডেস্ক

প্রকাশিত: ০১:৪০ অপরাহ্ণ, ১০ ডিসেম্বর ২০২৩

ভোলায় বিএনপির মানববন্ধনে পুলিশের বাঁধা

নিজস্ব প্রতিবেদক, বরিশাল: কেন্দ্র ঘেঁষিত মানববন্ধন পুলিশি বাঁধায় করতে পারেনি ভোলা বিএনপি। ঘিরে রেখেছে দলীয় কার্যালয়সহ এর আশপাশের এলাকা। রাস্তায় দাড়াতে দেয়নি সাধারণ মানুষকে। আটকের হুমকিতেই আতংকিত নেতারা। নারী নেত্রী ব্যানার বের করতেই সরিয়ে দেয়া হয় তাদেরকে।

রবিবার (১০ নভেম্বর) সকাল ১০টায় শহরের মহাজনপট্রিস্থ্য জেলা বিএনপি কার্যালয় এর সামনে মানববন্ধন হওয়ার কথা ছিলো। তবে এর আগেই অতিরিক্ত পুলিশ সুপার মো: আসাদুজ্জামানসহ শতাধিক পুলিশ, ডিবি পুলিশ পুরো এলাকা ঘিরে ফেলে। একই সময় তারা আসামী গ্রেফতার করার হুমকি দিতে থাকে। তখন জেলা বিএনপি সভাপতি গোলামনবী আলমগীর এর বাসা ও দলীয় কার্যালয় এর সাথে হওয়ায় ভিতরে আটকা করে কয়েকশত বিএনপির নেতাকর্মীরা।

জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় সদস্য গোলামনবী আলমগীরসহ বিএনপি পন্থী আইনজীবীরা পুলিশকে অনুরোধ করলেও কাজে আসেনি। তারা শান্তিপূর্ণ ভাবে দলীয় কার্যালয়ের সামনে মানব বন্ধন করবে বল্লেোৱও পুলিশ আসামী গ্রেফতারের হুমকি প্রদান করে অতিরিক্ত পুলিশ পাঠানোর কথা বলে। একই সাথে দ্রুত ম্যাজিস্ট্রেট চায়। অতিরিক্ত আরো পুলিশ আসলে এলাকায় আতংক ছড়িয়ে পড়ে।

এদিকে আশপাশের সাধারণ মানুষকে পর্যন্ত রাস্তায় দাড়াতে দেয়নি। সরিয়ে দিয়েছে সাধারণ মানুষদের। এক পর্যায়ে ব্যানার নিয়ে আইনজীবীদের রিক্সায় তুলে দেয় পুলিশ। তবে এক নারী নেতৃ ব্যানার বের করলেই পুলিশ তাকে দ্রুত সরিয়ে দেয়। বর্তমানে থমথমে অবস্থাবিরাজ করছে।

42 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন