ভোলার ইলিশায় ব্লক বাঁধ ধসে নিহত ১, আহত ৫
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: : ভোলা সদর উপজেলার পূর্ব ইলিশা ইউনিয়নের ইলিশা লঞ্চঘাট এলাকায় মেঘনা নদীর তীরে ব্লক বাঁধ ধসে লাইজু বেগম (৩৮) নামের এক বাক প্রতিবন্ধী নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছে অন্তত পাঁচজন।
সোমবার (২ অক্টোবর) দুপুর ১টার দিকে এই দুর্ঘটনা ঘটে। এর মধ্যে মুমূর্ষু অবস্থায় মরিয়ূম (৩) নামের এক শিশু ভোলা সদর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। লাইজু বেগম ভোলা সদর উপজেলার রাজাপুর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের শ্যামপুর এলাকার মো: সিরাজের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী ছিলেন। ইলিশা পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ মো: গোলাম মোস্তফা বিষয়টি নিশ্চিত করেন।
বিভাগের খবর, ভোলা