১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ভোলার ভেদুরিয়ায় কৃষকের বাড়ি লুটতরাজ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:১৩ অপরাহ্ণ, ৩১ অক্টোবর ২০১৬

ভোলার ভেদুরিয়ায় অস্ত্রধারী দুর্বৃত্তরা কৃষকের ঘেরের মাছ ও গাছ লুটপাটের ঘটনা ঘটিয়েছে মঙ্গলবার সকাল অনুমান সাড়ে ১০ টায় এমন ঘটনাকালে সন্ত্রাসীরা কৃষক আজিজলকে বেধড়ক লাঠিপেটা করে। এসময় স্বামীকে রক্ষা করতে স্ত্রী আরজু বিবি এগিয়ে আসলে দুর্বৃত্তারা তাকেও হামলা চালিয়ে আহত করে। সন্ত্রাসীরা গৃহবধুর চুলের মুঠি ধরে রাস্তার উপর প্রকাশ্যে বিবস্ত্র করে ফেলে।

 

আহত ঘের মালিক আজিজল জানান,ওই দিন সকালে তার ঘেরের প্রায় অর্ধ লক্ষাধিক টাকার মাছ লুটকালে বাধা দেয়ায় স্থানীয় ২নং ওয়ার্ডস্থ্য মুদি দোকানদার কবির মিয়ার ব্যবসা প্রতিষ্ঠানের সামনে সন্ত্রাসী ফজলু ওরফে ছিডু এবং আকবরের নেতৃত্ব একদল ক্যাডার তাদের স্বামী-স্ত্রীর উপর হামলা-নীপিড়ন চালায়। ঘটনার পর গুরুত্বর আহত আজিজলকে এলাকার লোকজন ভোলা সদর হাসপাতালে ভর্তি করেন।

 

ঘটনাটি তাৎক্ষনিক এলাকার মেম্বার-চেয়ারম্যান সহ গন্যমান্যদের অবিহহিত করানো হলেও তারা কোন ব্যবস্থা নিতে পারেননি। ঘটনা সম্পর্কে জানতে অভিযুক্ত ফজুল ওরফে ছিডু মিয়ার সাথে তার মোবাইলে যোগাযোগের চেস্টা করেও তাকে পাওয়া যায়নি। উল্লেখ্য, একাধিক মামলার আসামি ছিডুু এবং তার লোকেরা চলতি বছরের প্রথম দিকে নিরীহ কৃষক আজিজলের বাসা-বাড়ীতে আরো কয়েকবার হামলা ও লুটপাটের ঘটনা ঘটিয়েছিল।

51 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন