ভোলার মনপুরার মেঘনা নদীতে যাত্রীবাহী লঞ্চের সঙ্গে মাছ ধরার ট্রলারের মুখোমুখী সংঘর্ষের ঘটনা ঘটেছে। আজ বুধবার দুপুরের এ ঘটনায় ট্রলারের ৪ জেলে গুরুতর আহত হয়েছেন।
আহতদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষে ট্রলারটি দুমড়ে মুচড়ে যায়।
এ বিষয়ে ট্রলারের জেলে আহত সাত্তার মাঝিসহ যাত্রীরা জানান, বুধবার সকালে মনপুরা উপজেলার ভাষনভাঙা সংলগ্ন মেঘনা নদীতে ঢাকা-হাতিয়াগামী যাত্রীবাহী লঞ্চ এমভি ফারহান-৩ এর সঙ্গে মাছ ধরার ট্রলারের মুখোমুখী সংঘর্ষ হয়। এতে ট্রলারে থাকা ৪ জেলে সাত্তার মাঝি, আঃ আলী, নজরুল ইসলাম ও শফিক গুরুতর আহত হয়ে নদীতে পড়ে যায়। এ সময় জেলেদেরকে উদ্ধার না করেই লঞ্চটি তার গন্তব্যে চলে যাওয়ার চেষ্টা করলে লঞ্চের যাত্রীরা হৈ-চৈ শুরু করে জেলেদেরকে উদ্ধারের জন্য চাপ দেন।
পরে কিছু দূর যাওয়ার পর লঞ্চটি ফের ঘুরে এসে আহত জেলেদের উদ্ধার করে উপজেলার রামনেওয়াজ ঘাটে রেখে যায়। আহতদের উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। সংঘর্ষে মাছ ধরার ট্রলারটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
এ ঘটনার সত্যতা স্বীকার করে মনপুরা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহীন খান বলেন, দুর্ঘটনায় আহত জেলেদেরকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আর লঞ্চের ধাক্কায় ট্রলারটি ক্ষতিগ্রস্ত হয়েছে।
খবর বিজ্ঞপ্তি, ভোলা