পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলার সোনারচর সংলগ্ন বঙ্গোপসাগর থেকে ৪ জেলেকে অপহরণ করে নিয়ে গেছে জলদস্যুরা। এখন ওই জেলেদের গহীন বনে আটকে তাদের পরিবারের কাছে মুক্তিপণ দাবি করা হচ্ছে।
সংশ্লিষ্ট রাঙ্গাবালী পুলিশ বৃহস্পতিবার (০৪ জানুয়ারি) জেলে অপহরণের বিষয়টি নিশ্চিত করে বলছে জলদস্যুদের কোন গ্রুপ তা চিহ্নিত করতে পারেনি।
এর আগে গতকাল বুধবার (০৩ জানুয়ারি) ভোররাতের দিকে অপহরণের এ ঘটনা ঘটেছে। অপহৃত জেলেদের বাড়ি পার্শ্ববর্তী ভোলা জেলার চরফ্যাশন উপজেলার চরসেমাইয়া গ্রামে।
প্রত্যক্ষদর্শী জেলেদের সূত্রে জানা গেছে- ঘটনার সময়ে সোনারচর অভয়ারণ্যের সৈকতের শুঁটকি পল্লীর একদল জেলে সংলগ্ন সাগরে কয়েকটি নৌকা নিয়ে মাছ ধরছিল। আকস্মিক একদল জলদস্যু জেলেবহরে হামলা চালায়। নৌকা নিয়ে অন্যান্য জেলেরা পালিয়ে যেতে সক্ষম হলেও একটি নৌকা জলদস্যুতার শিকার হয়।
জলদস্যুরা ওই নৌকার জেলেদের মারধর করে এবং নগদ অর্থ, জাল, মাছ ও মোবাইল ফোনসহ দামী মালামাল লুট করে। একপর্যায়ে জলদস্যুরা আলমগীর মাঝি, আওলাদ মাঝি, মন্নান মাঝি ও ইব্রাহিম মাঝি নামের চারজন জেলেকে অপহরণ করে নিয়ে যায়। জলদস্যুরা অপহৃত জেলেদের প্রত্যেকের জন্য মুক্তিপণ হিসেবে এক লাখ টাকা হারে দাবি করে। তবে জলদস্যুরা যোগাযোগের জন্য কোন ঠিকানা কিংবা মোবাইল ফোন নম্বর দিয়ে যায় নি।
রাঙ্গাবালী থানার অফিসার ইনচার্জ (ওসি) মিলন কৃষ্ণ মিত্র অপহরণের সত্যতা স্বীকার করে বরিশালটাইমসকে জানান, অপহৃতদের উদ্ধারের চেষ্টা চলছে। জলদস্যুদের চিহ্নিত করা যায় নি বলেও জানান তিনি।’
শিরোনামOther