ভোলা: দুর্যোগপূর্ণ আবহাওয়ার কারণে ভোলার আট রুটে ৬৫ ফুটের নিচে সব ধরণের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করেছে বিআইডব্লিটিএ। মঙ্গলবার (৩১ মে) দুপুর থেকে এ নিষেধাজ্ঞা জারি করা হয়। পরবর্তী নিদের্শ না দেওয়া পর্যন্ত এ নিষেধাজ্ঞা জারি থাকবে বলে জানানো হয়েছে।
নিষেধাজ্ঞা জারিকৃত রুটগুলো হলো- ভেলুমিয়া-ধুলিয়া, নাজিরপুর-কালাইয়া, দৌলতখান-নোয়াখালী, কচ্ছপিয়া-ঢালচর, কচ্ছপিয়া-কুকরী-মুকরী, তজুমদ্দিন-চরজহির উদ্দিন, তজুমদ্দিন-মনপুরা এবং মনপুরা-কলাতরী চর।
ভোলা আবহাওয়া অফিসের সহকারী জামিলুর রহমান জানান, বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপের প্রভাবে জেলায় ভারি বর্ষণ ও ঝড়ো হাওয়া বইতে পারে। এ কারণে সাগর উপকূল ও তৎসংলগ্ন নৌ বন্দরকে ২ নম্বর সতর্ককতা সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে।
বিআইডব্লিটিএ পরিদর্শক মো. নাছিম আলী জানান, জেলার সব রুটের ৬৫ ফুটের নিচে নৌযান চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। তবে ভোলা-বরিশাল ও ভোলা-ঢাকা রুট চালু রয়েছে। এদিকে নিষেধাজ্ঞা অমান্য করে কোনো কোনো রুটে লঞ্চ চালাচল করার অভিযোগ পাওয়া গেছে।
খবর বিজ্ঞপ্তি, ভোলা