ভোলা: জেলায় আলোচিত ইয়াবাব্যবসায়ী ও ২০ মামলার আসামি জাকির হোসেনকে (জাকির) ইয়াবাচালান ও অস্ত্রসহ শুক্রবার ভোরে গ্রেপ্তার করেছে ভোলা থানার পুলিশ। গ্রেপ্তারের পর পরই জাকিরকে ছাড়িয়ে নিতে তার বাহিনী পুলিশের ওপর চড়াও হওয়ার চেষ্টা চালায়।
ভোলা থানার ওসি মীর খায়রুল কবির জানান, ইয়াবাসম্রাট জাকিরকে ২২০টি ইয়াবা, তিনটি ককটেল, দুটি গুলিসহ আটক করা হয়। জাকিরের বিরুদ্ধে ২০টি মামলা আছে। এর মধ্যে একটি খুনের মামলা, একটি অস্ত্র মামলা আছে। আর মাদ্রক আইনে মামলা আছে ১০টি। আটটি অন্য মামলাসহ দুটি মামলায় তার নামে গ্রেপ্তারি পরোয়ানা আছে।
শনিবার বিকেলে এক প্রেস ব্রিফিং করে ওসি মীর খায়রুল কবির বিস্তারিত বর্ণনা করেন।
ওসি জানান, উত্তর দিঘলদী ইউনিয়নের মৃত হাজী সাদেকের ছেলে জাকির এক সময় পৌর কাঠালি এলাকায় মাদক ব্যবসা শুরু করেন। তার আছে মোটরসাইকেল বাহিনী। এদের মাধ্যমেই ইয়াবাচালান পরিবহন করা হয়।
এদিকে, জাকিরকে ছাড়াতে অনেক তদবির হয়েছে বলে জানা যায়। কিন্তু পুলিশ এ ব্যাপারে অনড় থাকে। পুলিশের খাতায় জাকির চিহ্নিত মাদ্রকব্যবসায়ী। অনেক প্রভাবশালীর সঙ্গে সখ্যতা থাকায় জাকির এতদিন অপ্রতিরোধ্য ছিল বলেও পুলিশ জানায়।
খবর বিজ্ঞপ্তি, ভোলা