১২ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

ভোলায় অস্ত্রসহ ৩ দস্যু আটক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:৫৩ অপরাহ্ণ, ৩০ সেপ্টেম্বর ২০১৬

ভোলা: ভোলা সদরের মেঘনার মাঝের চর এলাকা থেকে জাহাঙ্গীর বাহিনীর প্রধান জাহাঙ্গীরসহ ৩ দস্যুকে আটক করেছে কোস্টগার্ডের সদস্যরা।

এসময় তাদের কাছ থেকে একটি এলএমজি ও ৫টি দেশীয় অস্ত্র উদ্ধার করা হয়েছে।

শুক্রবার (৩০ সেপ্টেম্বর) দুপুরে তাদের আটক করা হয়। এরা হলেন- জাহাঙ্গীর, জয়নাল ও গিয়াস।

কোস্টগার্ড জানিয়েছে, জাহাঙ্গীর বাহিনীর সদস্যরা মেঘনায় ডাকাতির প্রস্তুতি নিচ্ছিল। এ সময় খবর পেয়ে কোস্টগার্ডের একটি দল তাদের ধাওয়া করে। দস্যুদের মধ্যে অন্যরা পালিয়ে গেলেও ওই ৩ জনকে আটক করে কোস্টগার্ড।

28 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন