বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০২:৫২ অপরাহ্ণ, ১১ সেপ্টেম্বর ২০১৬
ভোলা: ভোলার মেঘনা নদীর বঙ্গের চর এলাকা থেকে দুই লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করেছে কোস্টগার্ড দক্ষিণ জোনের সদস্যরা।
রোববার (১১ সেপ্টেম্বর) দুপুরে এসব জাল জব্দ করা হয়।
কোস্টগার্ড দক্ষিণ জোনের অপারেশন অফিসার জামিনুর রহমান জানান, সকাল থেকে দুপুর পর্যন্ত কোস্টগার্ড দক্ষিণ জোনের একটি টিম মেঘনায় অভিযান চালায়। এ সময় বঙ্গের চর এলাকা থেকে দুই লাখ ৪০ হাজার মিটার কারেন্ট জাল জব্দ করা হয়। তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি।
বিকেলে নির্বাহী ম্যাজিস্ট্রেটের উপস্থিতিতে জব্দকৃত জালগুলো পুড়িয়ে ধ্বংস করা হবে বলেও জানান তিনি।