ভোলায় ইলিশ ধরায় ৭ জেলেকে জেল-জরিমানা
নিজস্ব প্রতিবেদক, বরিশাল:: মেঘনার ভোলা সদর ও চরফ্যাশনের নিষিদ্ধ জোনে ইলিশ স্বীকার করায় ৭ জেলেকে জেল-জরিমানা করেছেন আদালত। এ সময় জাল ও ট্রলারসহ ৭ জেলেকে আটক করে মৎস্য বিভাগ।
সোমবার দুপুরের দিকে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোলা সদরের সহকারী কমিশনার (ভূমি) আলী সূজা ও চরফ্যাশন উপজেলার নির্বাহী অফিসার মো. আল নোমান জেলেদের জেল-জরিমানা দেন।
ভোলা জেলা মৎস্য কর্মকর্তা মোল্লা এমদাদুল্যাহ জানান, সরকারি নিষেধাজ্ঞা অমান্য করে গভীর রাতে মা ইলিশ শিকারের সময় ভোলা সদরের মেঘনা নদী থেকে ৩ জন ও চরফ্যাশন উপজেলার মেঘনা নদী থেকে ৪ জনকে আটক করা হয়।
পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ভোলা সদরের এক জেলের ১৫ দিনের কারাদণ্ড ও দুইজনের ৭ হাজার টাকা জরিমানা এবং চরফ্যাশন উপজেলার আটক ৪ জেলের ১২ হাজার টাকা জরিমানা করা হয়।
তিনি আরও জানান, এসময় তাদের কাছ থেকে একটি ট্রলার ১৪ হাজার ৬শ মিটার জাল ও মা ইলিশ জব্দ করা হয়। উল্লেখ্য, ইলিশের প্রজনন মৌসুম হওয়ায় ৭ অক্টোবর থেকে ২৮ অক্টোবর পর্যন্ত ইলিশ আহরণ, পরিবহন, মজুত, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময়ের ওপর নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।
বিভাগের খবর, ভোলা