ভোলায় এক ঘণ্টার জন্য পুলিশ সুপার হলেন স্কুলছাত্রী
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলায় নারীর ক্ষমতায়ন আর ভবিষ্যতের স্বপ্নপূরণে বৃহস্পতিবার এক ঘণ্টার জন্য পুলিশ সুপারের প্রতীকী দায়িত্ব পালন করেন স্কুলছাত্রী ইফরান জাহান ইশান। পুলিশ অফিস সম্মেলন কক্ষে এনসিটিএফের উদ্যোগে গার্লস টেকওভার বা পুলিশ সুপারের প্রতীকী দায়িত্ব অর্পণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার মোহাম্মদ সাইফুল ইসলাম।
ভোলা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী ইফরান জাহান ইশানকে এক ঘণ্টার জন্য পুলিশ সুপারের জন্য মনোনীত করে এনসিটিএফ। প্রথমে পুলিশ সুপার ইশানকে ফুল দিয়ে বরণ করেন। পরে ক্রেস্ট তুলে দেন।দায়িত্ব পেয়ে ইশান জেলা পুলিশকে নারী-শিশুবান্ধব মডেল জেলা করতে বিভিন্ন পরামর্শ দেন। অপরদিকে পুলিশ সুপার সাইফুল ইসলাম বলেন, ভোলা জেলা নারী ও শিশুবান্ধব রাখতে ভোলা জেলা পুলিশ বদ্ধপরিকর।
তিনি বলেন, আমরা জেলার সার্বিক আইনশৃঙ্খলা নিরাপত্তায় সিসি ক্যামেরা স্থাপন, বিট পুলিশিং সভা, স্টুডেন্ট কমিউনিটি পুলিশিং, নারী ও শিশু হেল্প ডেস্কসহ বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছি, যা আজকের প্রতীকী পুলিশ সুপারও প্রস্তাবনা দিয়েছেন। তিনি শিশু-কিশোরদের এ ধরনের কার্যক্রমকে সাধুবাদ জানান।
এ সময় উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. ফরহাদ সরদার, ডিআইও-১ মো. খায়রুল ইসলাম, জেলা বিশেষ শাখার ওসি এনায়েত হোসেনসহ এনসিটিএফের সদস্যরা।
বিভাগের খবর, ভোলা