ভোলার চরফ্যাশন উপজেলার জেডিসি পরীক্ষা কেন্দ্র নুরাবাদ ফাজিল মাদ্রাসায় সোমবার ইংরেজি প্রথমপত্র পরীক্ষায় অসদুপায় অবলম্বনের দায়ে ৮পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। সেই সাথে দায়িত্ব অবহেলার কারণে ৪ শিক্ষককে পরীক্ষার সকল কার্যক্রম থেকে অব্যহতি দেয়া হয়েছে।
বহিস্কৃত পরিক্ষার্থীদের রোল নম্বর হচ্ছে- ৩১৫২৯৪, ৩১৫৩০৫, ৩১৫৬৮১, ৩১৫৭৪৯, ৩১৫৪৮৮, ৩১৫৫২০, ৩১৫৭৭৬ ও ৩১৫৭৭৭। দায়িত্ব থেকে অব্যহতি দেয়া শিক্ষকরা হলেন- শিক্ষক মাওলানা মো. মোস্তফা, সুফিয়া, ফিরোজ আলম এবং মো. রুবেল। কেন্দ্র সংশ্লিষ্ট নির্ভরযোগ্য সূত্রে এ তথ্য পাওয়া গেছে।
উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আমিনুল ইসলাম বিষয়টির সত্যতা নিশ্চিত করে জানিয়েছেন- কেন্দ্র পরিদর্শনে গিয়ে ৮ পরীক্ষার্থীর হাতে বইয়ের পাতা এবং লেখা উত্তর পাওয়ায় এবং ৪ কক্ষ পরিদর্শক পরীক্ষার্থীদের নকলে সহায়তা করায় তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়ার জন্য কেন্দ্র সচিবকে সুপারিশ করেছি।’
কেন্দ্র সচিব মো. মনিরুল ইসলাম জানিয়েছেন- সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহিী ম্যাজিস্ট্রেটের সুপারিশের আলোকে অভিযুক্তদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে।
তবে তিনি বহিস্কৃত শিক্ষার্থী এবং অব্যহতিপ্রাপ্ত শিক্ষকদের তথ্য প্রদানে সংবাদ কর্মীদের অসহযোগিতা করেছেন বলে অভিযোগ রয়েছে।
এমতাবস্থায় খোঁজখবর নিয়ে জানা গেছে- বহিস্কৃত পরিক্ষার্থীদের মধ্যে ২জন নুরবাদ ফাজিল মাদ্রাসার, ২জন চৌমুহনী দাখিল মাদ্রাসার, ১জন নুরাবাদ মুসলিমিয়া দাখিল মাদ্রাসার এবং ৩ জন চরমোতাহার দাখিল মাদ্রাসার শিক্ষার্থী। তবে শিক্ষকরা কে কোন মাদ্রাসার তা জানা যায়নি।”
ভোলা