বরিশাল কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ্ আওলাদ হোসেন মামুনের বিরুদ্ধে ভোলার চরফ্যাশনে প্রবাসীর জমি জবর দখলের জন্য অন্যায়ভাবে প্রভাব খাটানোর অভিযোগ উঠেছে।
বুধবার ভোলা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে প্রবাসী সিরাজুল ইসলামের পক্ষে তার ছোট ভাই জসিম উদ্দিন লিখিতভাবে এ অভিযোগ করেন।
লিখিত অভিযোগে জসিম উদ্দিন জানান, ২০১৪ সালে বীর মুক্তিযোদ্ধা আমীর হোসেন বাচ্চুর কাছ থেকে ২০ শতাংশ জমি ক্রয় সূত্রে মালিক হন তার ভাই প্রবাসী সিরাজুল ইসলাম। কিছুদিন পর ওই জমিতে সীমানা প্রাচীর তৈরি করতে গেলে ওসি আওলাদ হোসেন মামুন গং বাধা দেয়।
এ নিয়ে চরফ্যাশন থানা, ভূমি অফিস, পৌর মেয়রসহ বিভিন্ন দফতরে একাধিকবার সালিশ বসে। সবগুলো বৈঠকেই দেখা যায়, ওসি মামুন গংদের দাবিকৃত জমির অধিক তারা ভোগ দখলে রয়েছেন। যে কারণে সর্বত্রই ওই জমিতে মামুন গংদের দাবি অগ্রাহ্য হয়। কিন্ত সকলের সিদ্ধান্ত অমান্য করে মামুন গং সম্প্রতি রাতের আধারে বালু ফেলে ওই জমি জবর দখলের চেষ্টা করে।
জসিম উদ্দিন আরো অভিযোগ করেন, ওসি আওলাদ হোসেন মামুন অন্যায়ভাবে পুলিশি প্রভাবে তাদের লোকজনকে একাধিকবার মারধর করে। এখন তাদের মিথ্যা মামলায় জড়ানোরও হুমকি দিচ্ছে।
স্বরাষ্ট্রমন্ত্রণালয়সহ বিভিন্ন দফতরে এ ব্যাপারে লিখিত অভিযোগ দায়ের করেছেন বলেও সংবাদ সম্মেলনে বলা হয়।
এ সময় অন্যান্যের মধ্যে জেলা আওয়ামী লীগের মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক আমির হোসেন বাচ্চু ও সাকিল আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।
বরিশালের খবর, ভোলা