ভোলা: ভোলা সদরের বিসিক শিল্প নগরীর ‘ওয়াল্ড স্টার’ নামে বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির একটি কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এ সময় আগুনে দু’টি কক্ষ পুড়ে গেছে। এতে প্রায় লাখ টাকার মালামাল পুড়ে গেছে।
বুধবার (১১ মে) সকাল ১১টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র জানায়, সকালে বিসিক শিল্প নগরীর ‘ওয়াল্ড স্টার’ নামে বৈদ্যুতিক সরঞ্জাম তৈরির একটি কারখানায় আগুন লাগে। ঘটনা টের পেয়ে স্থানীয়রা ভোলা ফায়ার সার্ভিসকে খবর দিলে ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় আধা ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। কিন্তু ততক্ষণে কারখানার দু’টি কক্ষ পুড়ে যায়।
ভোলা ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার নুর ইসলাম বলেন, আগুনে সরকারিভাবে ৫০ হাজার টাকার ক্ষয়ক্ষতির তালিকা তৈরি করা হয়েছে। তবে প্রাথমিকভাবে আগুন লাগার কারণ জানা যায়নি।
ফায়ার সার্ভিসের কর্মীরা প্রায় পাঁচ লাখ টাকার মালামাল অক্ষত উদ্ধার করতে সক্ষম হয়েছে।
খবর বিজ্ঞপ্তি, ভোলা