১৩ই সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ভোলায় ক্ষমতাসীনদের প্রভাবে ধামাচাপা মুক্তিযোদ্ধা হত্যাকান্ড, বিচারের দাবি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:০০ অপরাহ্ণ, ০৩ মার্চ ২০১৭

ভোলায় স্বাধীনতার পর নিহত তিন মুক্তিযোদ্ধা জুলফিকার আহমেদ (জুলু), সাইফুল্লা ও সালে আহমদ হত্যাকাণ্ডের ঘটনায় ৪৬ বছরেও হত্যাকারীদের বিচার না হওয়ায় চরম ক্ষোভ প্রকাশ করেছে মানবাধিকার সংগঠন হিউম্যান রাইট্স ডিফেন্ডারস ফোরাম ভোলা জেলা শাখা। শুক্রবার সকালে সংগঠনের মাসিক সাধারণ সভায় এ ক্ষোভ প্রকাশ করে সংগঠনের সভাপতি মোবাশ্বির উল্যাহ চৌধুরী।

তিনি বলেন- স্বাধীনতার পর প্রায় ৪৬ বছর অগে তিনজন বীর মুক্তিযোদ্ধা জুলু সাইফুল্লাহ ও সালে আহমদকে জবাই করে নির্মমভাবে হত্যা করেছে সন্ত্রাসীরা। অথচ স্বাধীনতার ৪৬ বছরেও আলোচিত ওই তিন বীর মুক্তিযোদ্ধার হত্যাকাণ্ডের কোনও বিচার করা হয়নি। ক্ষমতাসীনদের প্রভাবে ধামাচাপা পড়ে যায় ওই তিনটি আলোচিত হত্যাকাণ্ড।

এমনকি হত্যাকাণ্ডের কোন ক্লুও খুঁজে পায়নি প্রশাসন। তিনি অবিলম্বে নিহত তিন মুক্তিযোদ্ধা জুলফিকার আহমেদ (জুলু), সাইফুল্লা ও সালে আহমদ হত্যাকাণ্ডের বিচার দাবি করেন। এ ছাড়া সভায় সরকারের বরাদ্দ দুঃস্থ্য ও অসহায় মুক্তিযোদ্ধাদের ঘর ধনার্ঢ্য মুক্তিযোদ্ধাদের নামে বরাদ্দেরও তীব্র নিন্দা ও ক্ষোভ জানিয়ে অবিলম্বে ধনার্ঢ্য মুক্তিযোদ্ধাদের নামে ঘর বরাদ্দ বাতিল ও যেসব ধনার্ঢ্য মুক্তিযোদ্ধারা ঘর তুলেছেন তাদের কাছ থেকে ওই টাকা ফেরত নেওয়ার জন্য সরকারের কাছে জোর দাবি জানানো হয়।

পাশাপাশি এ দুর্নীতির জন্য দায়ী দোষিদের শাস্তিরও দাবি করেন। ওই দাবিতে আগামী ৯ মার্চ সকাল ১০টায় ভোলা জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালনের সিদ্ধান্ত গ্রহন করা হয়েছে। সভায় ভোলার কৃতি সন্তান মক্তিযুদ্ধের অন্যতম সংগঠক বীর মুক্তিযোদ্ধা মরহুম মাওলানা মাকসুদুর রহমানের স্মরণে আগামী ১৮ মার্চ সকাল ১০টায় ভোলা প্রেসক্লাবে স্মরণ সভার আয়োজন করারও সিদ্ধন্ত নেওয়া হয়।

সংগঠনের সভাপতি মোবাশ্বির উল্যাহ চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত মাসিক সাধারণ সভায় সাধারণ সম্পাদক মোহাম্মদ হোসেন, সহ-সভাপতি হোসনে আরা চিনু, এ্যাডভোকেট একেএম শাহজাহান, অধ্যক্ষ শাফিয়া খাতুন, জিনাত রেহানা, বিলকিস জাহান মুনমুন, কাজী ডালিয়া, আজমুল হুদা মিঠু, মুহাম্মদ সুলাইমান, মাকসুদুর রহমান, জুন্নু রায়হান, শিমুল চৌধুরী, অবিনাশ নন্দি, মনছুর আলম, মনিরুল ইসলাম ও সাংবাদিক ছোটন সাহা প্রমুখ

18 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন