১৯শে সেপ্টেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ভোলায় খাল দখলমুক্ত করতে উদ্যোগী জেলা প্রশাসন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৩৭ অপরাহ্ণ, ২১ মার্চ ২০১৭

হাইকোর্টের নির্দেশনার দেড় বছর পর ভোলা খাল দখল ও দূষণমুক্ত করার পদক্ষেপ নিয়েছে প্রশাসন। মঙ্গলবার বেলা ১১টায় জেলা প্রশাসক সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

ওই সংবাদ সম্মেলনে জানানো হয় আগামী ২৩ মার্চ শহরের মোল্লা ব্রিজ থেকে যুগীর ঘোল ব্রিজ পর্যন্ত খাল দখল করে নির্মিত অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ অভিযান শুরু করা হবে।

জেলা প্রশাসক মো. সেলিম উদ্দিন বলেন- আদালতের নির্দেশনা অনুযায়ী খালের সীমানা নির্ধারণ করে দুই পাড়ে গড়ে ওঠা অবৈধ স্থাপনার তালিকা তৈরি করে দখলদারদের নোটিশ দেয়ার মাধ্যমে স্বউদ্যোগে সেগুলো সরিয়ে নিতে বলা হয়েছে।

এব্যাপারে সকলের সহযোগিতাও কামনা করেন জেলা প্রশাসক।

গত ২০১৫ সালে বাংলাদেশ পরিবেশ আইনবীদ সমিতি (বেলা) হাইকোর্টে একটি রিট দাখিল করে। পরে ওই বছরের ৪ মে আদালত ভোলা খাল দখল ও দূষণমুক্ত করার নির্দেশ দেন। শহরের মোল্লা ব্রিজ থেকে বাংলা স্কুল ব্রিজ পর্যন্ত পূর্ব পাশে ২৫টি এবং পশ্চিম পাড়ে পৌরসভার ১০২টি ও ব্যক্তি মালিকানার ২০টি স্থাপনার তালিকা তৈরি করে প্রশাসন।

17 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন