ভোলায় জমির বিরোধ নিয়ে দুই পক্ষের সংঘর্ষে নারীসহ অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ৯ জনকে ভোলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে (ইলিশা বাসষ্ট্যান্ড) এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়- ভোলা সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে (ইলিশা বাসষ্ট্যান্ড) সংলগ্ন ২৬ শতাংশ জমি নিয়ে ছিডু মাঝি গং ও আলাউদ্দিন গংদের মধ্যে বিরোধ চলছিল দির্ঘদিন ধরে। এ নিয়ে উভয় গ্রপের মধ্যে একাধিকবার সালিশ বৈঠকও হয়েছিল।’’
স্থানীয় প্রভাবশালী আলাউদ্দিন গ্রুপ গত দুই দিন ধরে ওই বিরোধীয় জমিতে ঘর তোলার চেষ্টা করে। এতে অপর গ্রুপ থানা পুলিশের সহায়তা নিয়ে ঘর তোলার তৎপরতা বন্ধ করে দেন। এর জের ধরে আজ সকাল সাড়ে ৮টার দিকে সদর উপজেলার বাপ্তা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডে (ইলিশা বাসষ্ট্যান্ড) উভয় গ্রুপের লোকজন লাঠিসোটা নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।’’
সংঘর্ষে নারীসহ উভয় পক্ষের অন্তত ১৫ জন আহত হয়েছেন। এদের মধ্যে গুরুতর আহত ছিডু গংদের সহিদুল ইসলাম (২৫), ইমাম হোসেন (২৩), আনোয়ারা বেগম (৫০), শিল্পী (৩৫), আলাউদ্দিন গংদের ইসমাইল (৪০), ইমরান কবির (৪১), জাহানারা বেগম (৬৫), বাপ্পী (২৮) ও জান্নাতুল ফেরদৌসকে (২২) ভোলা হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ভোলা সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর খায়রুল কবির বরিশালটাইমসকে জানান, বিরোধীয় জমি নিয়ে গত দুই দিন ধরে উভয় পক্ষের মধ্যে উত্তেজনা দেখা দেয়। পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকেই শান্ত থাকার কথা বলে।
কিন্তু সকালে তারা উভয় পক্ষই সংঘর্ষে জড়িয়ে পড়ে। এ ঘটনায় এখনো কোন পক্ষ অভিযোগ দেয়নি। অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি।’’
শিরোনামভোলা