ভোলায় মিন্টিজ নামে এক কথিত জলদস্যু গডফাদারকে আটক করেছে পুলিশ। শুক্রবার অভিযান চালিয়ে ইলিশা ফাঁড়ির পুলিশ তাকে আটক করে।
ফাঁড়ির ইনচার্জ আবুল বাশির জানান, মিন্টিজের বাড়ি চরফ্যাশনে। তাকে তাড়া করে হাটখোলা এলাকা থেকে আটক করা হয়।
একই সঙ্গে তার তথ্য অনুযায়ী, অভিযান চালিয়ে বেশ কিছু মালামাল উদ্ধার করা হয়। অভিযানের স্বার্থে আটকের পর পর মিন্টিজ সম্পর্কে বিস্তারিত তথ্য জানাতে পুলিশ অপারগতা প্রকাশ করেন।
তবে স্থানীয় সূত্র জানায়, ভোলা সদরের ইলিশা মেঘনা নদীতে ট্রলার লুটের সূত্র ধরেই পুলিশ অভিযান শুরু করে। আটকের পর তাকে নিয়ে অস্ত্র উদ্ধারের অভিযানেও নামে পুলিশ।’
খবর বিজ্ঞপ্তি, ভোলা