ভোলায় জাতীয় শ্রমিক লীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত
নিজস্ব প্রতিবেদক, বরিশাল : জাতীয় শ্রমিক লীগের ভোলা জেলা শাখার ত্রিবার্ষিক সম্মেলন মঙ্গলবার স্থানীয় জেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী তোফায়েল আহমেদ।
সভায় প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন জাতীয় শ্রমিক লীগের কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক আলহাজ কেএম আযম খসরু।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ভোলা-৩ আসনের সংসদ সদস্য নুরুন্নবী চৌধুরী শাওন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি আব্দুল মমিন টুলু, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মঈনুল হোসেন বিপ্লব, জাতীয় শ্রমিক লীরগর সহ-সভাপতি সাহাবুদ্দিন মিয়া, মোহসীন ভূঁইয়া, প্রচার সম্পাদক মেহেদী হাসান, অর্থ সম্পাদক মো. মহিউদ্দিন, ট্রেড ইউনিয়ন সমন্বয় বিষয়ক সম্পাদক শ্রম আদালতের সদস্য মোহাম্মদ ফিরোজ হোসাইন মিতা প্রমুখ।
শাহ আলমের সভাপতিত্বে শ্রমিক লীগ ভোলা জেলা শাখার নেতা মো. ফারুকসহ অন্য নেতৃবৃন্দ সভায় বক্তব্য রাখেন। এ ত্রিবার্ষিক সম্মেলনে দুর্যোগপূর্ণ আবহাওয়া উপেক্ষা করে জেলার বিভিন্ন থানা থেকে হাজার হাজার শ্রমিক লীগ নেতাকর্মী উপস্থিত হন।
বিভাগের খবর, ভোলা