ভোলায় জামায়াত-শিবিরের দুই নেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। গত শুক্রবার রাতে তাদের আটক করা হয়। আজ রবিবার তাদের আদালতে প্রেরণ করা হয়।
এ ব্যাপারে জানতে চাইলে ভোলা ডিবির ওসি আকতারুজ্জামান জানান, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল শুক্রবার গভীর রাত সাড়ে ৯টার দিকে ভোলার দৌলতখান উপজেলার উত্তর জয়নগর ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ড ও ৩ নম্বর ওয়ার্ডে অভিযান চালিয়ে জামায়াত-শিবিরের নেতা মোঃ আলম মিস্ত্রী (৪৮) ও মুছা মিস্ত্রী (৩০) কে আটক করে।
তাদের বিরুদ্ধে আগুন দিয়ে গাড়ি পোড়ানো-গাড়ি ভাঙচুরসহ নাশকতার অভিযোগে দায়ের করা মামলা রয়েছে। তারা দীর্ঘদিন পলাতক ছিলেন বলেও জানান ওসি।
তিনি আরো জানান, আটকদের রবিবার সকালে ভোলার আদালতে প্রেরণ করা হয়েছে।