ভোলা: ভোলায় ইলিশ শিকার নিশেধাজ্ঞার ২২ দিন কেটে যাওয়ায় আনন্দ মিছিল করেছে জেলে ও মৎস্যজীবীরা। মৎস্য অধিদপ্তরের আয়োজনে ও ইউএসএইড এএর ইকোফিশ প্রকল্পের সহযোগিতায় বুধবার বিকালে স্থানীয় ভোলার খাল এলাকায় এ আনন্দ মিছিল করে তারা। মিছিলটি মেঘনা তীরের বিভিন্ন এলাকা ঘুরে শান্তিরহাট বাজারে গিয়ে শেষ হয়।
অনুষ্ঠানের সভাপতিত্ব করেন, সদর উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মোঃ আসাদুজ্জামান। প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন, জেলা মৎস্য কর্মকর্তা রেজাউল করিম।
বিশেষ অতিথি’র বক্তব্য রাখেন, কোস্টগার্ড দক্ষিন জোনের অপারেশন অফিসার ল্যা. নাজিউর, সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ ইউনুছ, ইকোফিশ প্রকল্পের রিসোর্স এসোসিয়েট ইখতেখারুল ইসলাম, ম্যানেজার টিএস সোহেল মাহমুদ প্রমুখ। আনন্দ মিছিলে ধনিয়া, শিবপুর, কাচিয়া এ ইলিশা ইউনিয়নের দুই শতাধিক জেলে ও তাদের পরিবারের সদস্যরা অংশগ্রহন করেন।
ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ১২ অক্টোবর থেকে ২ নভেম্বর পর্যন্ত ২২ দিন ইলিশ ধরা, মজুদ, বিক্রি ও পরিবহন নিষিদ্ধ করে সরকার। ইলিশ রক্ষায় মৎস্য বিভাগের অভিযান অব্যাহত ছিলো। ইলিশ নিশেধাজ্ঞার ২২দিন শেষ হচ্ছে বুধবার রাত ১২টায়। এ খবরে নতুন উদ্যামে নদীতে নামার প্রস্তুতি নিচ্ছেন জেলেরা।
এদিকে নিশেধাজ্ঞা অমান্য করে মাছ ধরায় ১০৩ জেলেকে বিভিন্ন মেয়াদে করাদন্ড দেয়া হয়। অভিযান পরিচালনা করা হয়েছে ৪৫৬টি।