সরকারের নিষেধাজ্ঞা অমান্য করে মা ইলিশ শিকার করায় আজ মঙ্গলবার দুপুরে ভোলার মনপুরার মেঘনা নদীতে অভিযান চালিয়ে ট্রলারসহ ৪০ মন লবন দেওয়া কাটা ইলিশ ও ২ হাজার মিটার জাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুই জেলেকে আটক করে জরিমানা করা হয়েছে।
এ ব্যাপারে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিষ্ট্রেট আব্দুল মান্নান জানান, গোপন সংবাদের ভিত্তিতে তার নেতৃত্বে কোস্টগার্ড কন্টেজেন্ট কমান্ডার আঃ সালমসহ ভ্রাম্যমাণ আদালত মঙ্গলবার দুপুরে মেঘনায় অভিযান চালিয়ে একটি ট্রলারসহ জেলে জামাল (৩২) ও ফয়সাল (২৩) কে আটক করে।
পরে দুই জেলেকে ১০ হাজার টাকা করে জরিমানা আদায় করেন। এছাড়া তারা উপজেলার রামনেওয়াজ মৎস্যঘাটে অভিযান চালিয়ে ৪০ মন লবন দেওয়া কাটা ইলিশ জব্দ করেন। জব্দকৃত ইলিশ মাদ্রাসার দরিদ্র ছাত্র ও এতিমদের মাঝে বিনামূল্যে বিতরণ করেন।
খবর বিজ্ঞপ্তি, বরিশালের খবর