ভোলার চরফ্যাশন উপজেলায় মালামাল বহনকারী ট্রলির চাপায় রিপন হোসেন (৩০) নামে মোটরসাইকেলের এক আরোহী নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন তার সঙ্গী। সোমবার (২৭ মার্চ) বেলা ১টার দিকে উপজেলার এওয়াজপুর ইউপি কার্যালয় সংলগ্ন চরফ্যাশন-শশীভূষন সড়কে এ দুর্ঘটনা ঘটে।
নিহত রিপন পটুয়াখালীর গলাচিপা ইউনিয়নের চর বিশ্বাস গ্রামের বাসিন্দা এবং পেশায় একজন জেলে ছিলেন।
এ ঘটনায় গুরুতর আহত অপর আরোহীকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
স্থানীয়রা জানান- দুপুরে ভাড়ায় চালিত মোটরসাইকেলে করে রিপনসহ চালক শশীভূষন থেকে চরফ্যাশনের দিকে আসছিলেন। ওই সময় বিপরীত থেকে আসা একটি ট্রলি সামনে থেকে মোটরসাইকেলটিকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই আরোহী রিপন মারা যান।
আশঙ্কাজনক অবস্থায় মোটরসাইকেল চাললকে প্রথমে চরফ্যাশন এবং পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।
শশীভূষন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার বরিশালটাইমসকে জানান- পুলিশ ঘটনাস্থলে গিয়ে ট্রলিটি আটক করলেও চালক পালিয়ে যায়।
ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।”
ভোলা