৩রা অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ভোলায় ডোবা থেকে শিশুর লাশ উদ্ধার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:১৮ অপরাহ্ণ, ১৮ মার্চ ২০১৬

ভোলা: ভোলার চরফ্যাশনে নিখোঁজের ১২ ঘণ্টা পর মাহিয়া (৫) নামে এক শিশুর লাশ ডোবা থেকে উদ্ধার করেছে পুলিশ। মাহিয়া উপজেলার হাজারীগঞ্জ ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা আমজাদ হোসেনের মেয়ে।

উপজেলার শশীভূষণ থানার হাজারীগঞ্জ এলাকার একটি ডোবা থেকে শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়।

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার বিকেল ৪টার পর মাহিয়া খেলা করতে করতে বাড়ি থেকে বের হয়। তারপর থেকে অনেক খোঁজাখুঁজি করে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। এদিকে সকালে বাড়ির পাশের একটি ডোবায় মাহিয়ার লাশ দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

শশীভূষণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার জানান, পুলিশ লাশটি উদ্ধার করে থানায় নিয়ে এসেছে। ময়নাতদন্তের জন্য লাশ ভোলা সরকারি হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

ওসি আরও জানান, লাশের গায়ে কয়েকটি ক্ষতচিহৃ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তাকে হত্যা করা হয়েছে।

39 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন