৭ই অক্টোবর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার

ভোলায় নকলে সহায়তা করায় শিক্ষকের কারাদণ্ড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:২১ অপরাহ্ণ, ০৩ ফেব্রুয়ারি ২০১৭

ভোলার এসএসসি পরীক্ষার একটি হলে নকলে সহায়তা করায় মো. নুরুল আমিন (৪৫) নামের এক সহকারী প্রধান শিক্ষককে এক মাসের কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

বৃহস্পতিবার (২ ফেব্রুয়ারি) সকালে এসএসসি পরীক্ষার প্রথম দিনে বাংলা পরীক্ষা চলাকালীন সময় লালমোহন উপজেলার লালমোহন মাধ্যমিক বিদ্যালয় পরীক্ষা কেন্দ্রে এ ঘটনা ঘটেছে।

দণ্ডপ্রাপ্ত শিক্ষক নুরুল আমিন উপজেলার ইয়াছিনগঞ্জ মাধ্যমিক বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক।

লালমোহন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সামছুল আরিফ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, সাজাপ্রাপ্ত শিক্ষক পরীক্ষার হলে গিয়ে পরীক্ষার্থীদের নকলে সহায়তা করছিল। ওই সময় তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের কারাদণ্ড প্রদান করা হয়েছে।

26 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন