ভোলায় নদীতে পড়ে ফেরির স্টাফ নিখোঁজ
নিজস্ব প্রতিবেদক, বরিশাল: ভোলার ভেদুরিয়ার ফেরিঘাটে কৃষ্ণচূড়া নামের ফেরি থেকে নদীতে পড়ে আমিনুল ইসলাম নামের এক স্টাফ (লস্কর) নিখোঁজ হয়েছেন।
আজ শুক্রবার সকালে ভোলার ভেদুরিয়া ফেরিঘাটে এ ঘটনা ঘটে। ভোলার ফায়ার সার্ভিসি সিভিল ডিফেন্স ভোলা স্টেশনের উপ-পরিচাল আব্দুল জলিল বিষয়টি নিশ্চিত করেন।
আব্দুল জলিল আরও জানান, নিখোঁজ ব্যক্তিকে উদ্ধারের জন্য বরিশাল থেকে ফায়ার সার্ভিসের ডুবরি দল এসেছে। এছাড়াও নৌকা নিয়ে কোস্ট গার্ড, নৌ-পুলিশ, ফেরিঘাটের স্টাফ ও ফায়ার সার্ভিস টিম নদীতে খোঁজ করছেন।
ভেদুরিয়ার ফেরিঘাটের উচ্চ মান সহকারী মো. হেলাল উদ্দিনসহ স্থানীয়রা জানান, সকালে ভোলা-বরিশাল রুটের কৃষ্ণচূড়া ফেরিতে গাড়ি লোড দেয়া হচ্ছিলো।
এসময় ফেরির পাশ দিয়ে মরা একটি ইলিশ মাছ ভেসে যাচ্ছিল। আমিরুল মাছটি ধরার চেষ্টা করছিল। অসাবধানতা বশত তিনি নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হন।
বিভাগের খবর, ভোলা