বরিশাল টাইমস রিপোর্ট
প্রকাশিত: ০৭:২৫ অপরাহ্ণ, ০৯ মে ২০১৬
ভোলার বোরহানউদ্দিন উপজেলার ৯ ইউনিয়ন পষিদের নব-নির্বাচিত চেয়ারম্যান, সদস্য ও সংরক্ষিত নারী সদস্যদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার দুপুরে উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে উপজেলা পরিষদ মিলনায়তনে ওই সংবর্ধনা দেয়া হয়।উপজেলা আওয়ামী লীগের সভাপতি জসিমউদ্দিন হায়দারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন ভোলা-২ (বোরহানউদ্দিন-দৌলতখান) আসনের সংসদ সদস্য আলী আজম মুকুল।
ওই সময় তিনি উপস্থিত ১২৭ জন জনপ্রতিনিধিদের প্রতি দল মতের উর্দ্ধে উঠে এলাকার সুসম উন্নয়ন করার আহবান জানান। অনুষ্ঠানে আরো বক্তৃতা করেন, দৌলতখান উপজেলা চেয়ারম্যান মনজুর আলম খান, বোরহানউদ্দিন পৌরসভার মেয়র মো. রফিকুল ইসলাম, বর্ষিয়ান আ’লীগ নেতা জাফরউল্লাহ চৌধুরী, সদ্য আ’লীগে যোগ দেয়া সাবেক উপজেলা বিএনপি সাধারণ সম্পাদক অধ্যাপক এসএম গজনবী, উপজেলা ভাইস চেয়ারম্যান রাসেল আহমেদ, কাচিয়া ইউপি চেয়ারম্যান আ. রব কাজি,আ’লীগ নেতা আ.ন.ম আবদুল্লাহ, রেদোয়ান চৌধুরী নয়ন প্রমুখ।
এর আগে উপজেলা বিএনপি সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক এসএম গজনবীর নেতৃত্বে শতাধিক বিএনপি নেতা-কর্মী সংসদ সদস্যের হাতে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিক ভাবে আ’লীগে যোগ দেন।