ভোলা: পিএসসির মাধ্যমে নিয়োগ বাতিল ও জেষ্ঠ্যতার ভিত্তিতে নিয়োগের দাবিসহ আন্দোলনরত নার্সদের ওপর স্বাস্থ্যমন্ত্রীর বাসভবনের সামনে পুলিশের মামলার প্রতিবাদে ভোলায় নাসিং ইনস্টিটিউট শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ পালন করেছে। শুক্রবার সকালে ভোলা সদর হাসপাতাল থেকে নাসিং ইনস্টিটিউট শিক্ষার্থীরা বিক্ষোভ মিছিলটি নিয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।
পরে ভোলা সদর হাসপাতালের সামনে এক প্রতিবাদ সমাবেশ আয়োজন করে।
এসময় শিক্ষার্থীরা জানায়, নার্সদের পিএসসির মাধ্যমে নিয়োগ বাতিল ও জেষ্ঠ্যতার ভিত্তিতে নিয়োগের দাবি মেনে নেয়ার আশ্বাস দিয়ে তা পালন না করায় স্বাস্থ্যমন্ত্রী বাসার সামনে আন্দোলন করে নার্সরা। সেই আন্দোলনে নার্সদের সরাতে নার্সদের ওপর হামলা করে পুলিশ।
এতে অনেক নার্স আহত ও নিহত হওয়ার ঘটনা ঘটে। এই ঘটনায় দোষীদের বিচার ও পিএসসির মাধ্যমে নিয়োগ বাতিলের দাবী জানায় তারা।
এই দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা বিভিন্ন কর্মসূচি পালন করারও ঘোষণা দেন।’
খবর বিজ্ঞপ্তি, ভোলা